আমার জ্বলে নি আলো অন্ধকারে
দাও না সাড়া কি তাই বারে বারে॥
তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে–
যে জানে না পথ কাঁদাও তারে॥
চেয়ে রই রাতের আকাশ-পানে,
মন যে কী চায় তা মনই জানে।
আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,
ব্যথার টানে তোমায় আনবে দ্বারে॥
রাগ: বেহাগ-খাম্বাজ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
My lights did not burn in the midst of darkness
Is that why you never answer my calls?
Your flute sings in my heart, in intense pain and deepest joy –
You make them weep that do not know which way to turn.
I keep gazing at the dark night skies,
Only the heart knows what it desires.
Why does this hope rise needless in my heart?
Perhaps this pain of mine will draw you to my door.
Raga: Bihag-Khambaj
Beat: Shashthi
Written in 1925
Follow the links to hear:
Suchitra Mitra: http://youtu.be/Nlq-J9ZpNC8
Debabrata Biswas: http://youtu.be/JTunrQ_WhcY
Sharmila Roypommot: http://youtu.be/ZdRFIseRrFM
THANK YOU VERY MUCH, Ruma.