Archive | February 2018

বিস্ময়/Bishmoy/Wonder

আবার জাগিনু আমি। রাত্রি হল ক্ষয়।
পাপড়ি মেলিল বিশ্ব। এই তো বিস্ময়
অন্তহীন।
ডুবে গেছে কত মহাদেশ,
নিবে গেছে কত তারা, হয়েছে নিঃশেষ
কত যুগ যুগান্তর। বিশ্বজয়ী বীর
নিজেরে বিলুপ্ত করি শুধু কাহিনীর
বাক্যপ্রান্তে আছে ছায়াপ্রায়। কত জাতি
কীর্তিস্তম্ভ রক্তপঙ্কে তুলেছিল গাঁথি
মিটাতে ধূলির মহাক্ষুধা। সে-বিরাট
ধ্বংসধারা-মাঝে আজি আমার ললাট
পেল অরুণের টিকা আরো একদিন
নিদ্রাশেষে, এই তো বিস্ময় অন্তহীন।
আজ আমি নিখিলের জ্যোতিষ্কসভাতে
রয়েছি দাঁড়ায়ে। আছি হিমাদ্রির সাথে
আছি সপ্তর্ষির সাথে, আছি যেথা সমুদ্রের
তরঙ্গে ভঙ্গিয়া উঠে উন্মত্ত রুদ্রের
অট্টহাস্যে নাট্যলীলা। এ বনস্পতির
বল্কলে স্বাক্ষর আছে বহু শতাব্দীর,
কত রাজমুকুটেরে দেখিল খসিতে।
তারি ছায়াতলে আমি পেয়েছি বসিতে
আরো একদিন —
জানি এ দিনের মাঝে
কালের অদৃশ্য চক্র শব্দহীন বাজে।
কোণার্ক , শান্তিনিকেতন, ১২ আষাঢ়, ১৩৩৯

I am awake once again. As night ends.
The world unfurls its petals. This is itself wonder infinite.
Continents have risen and sunk,
Stars have lost their fire,
Era after era into oblivion. All conquering champions
Diminish themselves and wait
As shadows marking a saga’s end. So many races
Raised victory columns upon bloodied mud
Hoping to satiate a great hunger lurking in the dust. In the midst of
That mighty current of destruction, today my forehead
Is anointed by the sun once more
As I wake from slumber, this is itself wonder infinite.
Today in the midst of a celestial array
I stand. As I stand with the tallest peaks
And with the seven sages in the sky, even where
The sea rises in roiling waves, laughter
Roaring forth from an angry god. In this
Tree bark centuries have signed their name,
So many crowns has it seen rise and fall.
And I, chosen to sit in its shade
Yet another day …..
I know through these hours
The unseen wheels of time do travel in silence.

Konark, Santiniketan, 12th of AshaD, 1339