Tag Archive | Moon in Rabindranath Tagore’s writing

তুমি কোন্‌ কাননের ফুল/Tumi Kon Kanoner Phool/ What garden do you grace sweet flower?

তুমি

তুমি কোন্‌ কাননের ফুল ,
তুমি কোন্‌ গগনের তারা !
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্‌ স্বপনের পারা !
কবে তুমি গেয়েছিলে ,
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি ।
শুধু মনের মধ্যে জেগে আছে ,
ঐ নয়নের তারা ॥
তুমি কথা কয়ো না ,
তুমি চেয়ে চলে যাও ।
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও ।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে ,
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণ – ধারা ॥

রাগ: মিশ্র পিলু-বারোয়াঁ
পর্যায়: প্রেম
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

You

What garden do you grace sweet flower?
Which sky do you shine from bright star?
Where have I seen you before?
Like a dream that I once chanced upon.
Twas so long ago that you sang to me
As you looked into my eyes
I can no longer remember.
The only memory that still burns bright,
A pair of shining eyes, filled with starlight.
You do not need to speak at all,
I ask for but one glance as you go on your way.
In this sea of moonlight
Your smiles gleam and dissolve.
In the midst of sleep I gaze at the moon
My heart fills with such sweetness,
Would that the stars pour into this night
Like your eyes, a blessing of light.

Raag: Mishra Pilu-Barwa
Taal: Dadra
Love
Bengali year: 1293
1886

Follow the links to hear

Suchitra Mitra sing:

Papia Sarwar sing:

Asha Bhonsle sing:

আমি রূপে তোমায় ভোলাব না /I will not beguile you with mere beauty

আমি     রূপে তোমায় ভোলাব না , ভালোবাসায় ভোলাব ।
আমি     হাত দিয়ে দ্বার খুলব না গো , গান দিয়ে দ্বার খোলাব ॥
ভরাব না ভূষণভারে ,     সাজাব না ফুলের হারে –
সোহাগ আমার মালা করে গলায় তোমার দোলাব ।
জানবে না কেউ কোন্‌ তুফানে   তরঙ্গদল নাচবে প্রাণে ,
চাঁদের মতন অলখ টানে জোয়ারে ঢেউ তোলাব ॥

 

I will not beguile you with mere beauty; I would rather conquer you with selfless love

I will not push open the doors to your heart; rather I will serenade you with melody

I will not adorn myself with ornaments bright, not garland myself with flowers perfumed

My love for you shall be the only offering I bring.

No one will know what storms will stir such emotions in your heart

Like the moon in the sky, I will sway from afar the thoughts that swirl through your mind.

Follow the links to listen to the song:

Vikram Singh Khangura: http://www.youtube.com/watch?v=PMQhlVWiyo4

Kanika Banerjee: http://www.youtube.com/watch?v=9vhNL3rfWIk