Tag Archive | আকাশপ্রদীপ

আকাশপ্রদীপ/Akash Prodeep/ Lights in the sky, from the collection known as Lights in the Sky

                               গোধূলিতে নামল আঁধার,

                                        ফুরিয়ে গেল বেলা,

                          ঘরের মাঝে সাঙ্গ হল

                                        চেনা মুখের মেলা।

                          দূরে তাকায় লক্ষ্যহারা

                                        নয়ন ছলোছলো,

                          এবার তবে ঘরের প্রদীপ

                                        বাইরে নিয়ে চলো।

                          মিলনরাতে সাক্ষী ছিল যারা

                   আজো জ্বলে আকাশে সেই তারা।

                          পাণ্ডু-আঁধার বিদায়রাতের শেষে

                   যে তাকাত শিশিরসজল শূন্যতা-উদ্দেশে

                          সেই তারকাই তেমনি চেয়েই আছে

                                অস্তলোকের প্রান্তদ্বারের কাছে।

                   অকারণে তাই এ প্রদীপ জ্বালাই আকাশ-পানে–

                          যেখান হতে স্বপ্ন নামে প্রাণে।

 

শান্তিনিকেতন, ২৪। ৯। ৩৮

 

                                                       Lights in the sky

                         Darkness descends at the twilit hour,

                                        This day is nearly done,

                          Within my heart draws to a close

                                        The gathering of familiar faces.

                          The eye traces without purpose

                                       The distance through unshed tears,

                           Let us then carry the lamp 

                                        And take ourselves without.

                          Those stars that once watched over our nights of love

                  Still burn bright in the sky above.

                          In the fading night when the hour was right for me to leave,

                   That star which once wept tears of dew

                          Still watches over me as always,

                                At that junction where life must pause.

                  That is why I lift this lamp to that very sky….

                          From whence dreams will descend upon my soul.

 

Santiniketan, 24.09.38

বধূ, আকাশপ্রদীপ / Bodhu. Akashprodeep/ The Bride, from the collection known as Lights in the Sky

ঠাকুরমা দ্রুততালে ছড়া যেত প’ড়ে–

ভাবখানা মনে আছে– “বউ আসে চতুর্দোলা চ’ড়ে

আম কাঁঠালের ছায়ে,

গলায় মোতির মালা, সোনার চরণচক্র পায়ে।”

বালকের প্রাণে

প্রথম সে নারীমন্ত্র আগমনীগানে

ছন্দের লাগাল দোল আধোজাগা কল্পনার শিহরদোলায়,

আঁধার-আলোর দ্বন্দ্বে যে প্রদোষে মনেরে ভোলায়,

সত্য-অসত্যের মাঝে লোপ করি সীমা

দেখা দেয় ছায়ার প্রতিমা।

ছড়া-বাঁধা চতুর্দোলা চলেছিল যে-গলি বাহিয়া

চিহ্নিত করেছে মোর হিয়া

গভীর নাড়ীর পথে অদৃশ্য রেখায় এঁকেবেঁকে।

তারি প্রান্ত থেকে

অশ্রুত সানাই বাজে অনিশ্চিত প্রত্যাশার সুরে

দুর্গম চিন্তার দূরে দূরে।

সেদিন সে কল্পলোকে বেহারাগুলোর পদক্ষেপে

বক্ষ উঠেছিল কেঁপে কেঁপে,

পলে পলে ছন্দে ছন্দে আসে তারা আসে না তবুও,

পথ শেষ হবে না কভুও।

সেকাল মিলাল। তার পরে, বধূ-আগমনগাথা

গেয়েছে মর্মরচ্ছন্দে অশোকের কচি রাঙা পাতা;

বেজেছে বর্ষণঘন শ্রাবণের বিনিদ্র নিশীথে;

মধ্যাহ্নে করুণ রাগিণীতে

বিদেশী পান্থের শ্রান্ত সুরে।

অতিদূর মায়াময়ী বধূর নূপুরে

তন্দ্রার প্রত্যন্তদেশে জাগায়েছে ধ্বনি

মৃদু রণরণি।

ঘুম ভেঙে উঠেছিনু জেগে,

পূর্বাকাশে রক্ত মেঘে

দিয়েছিল দেখা

অনাগত চরণের অলক্তের রেখা।

কানে কানে ডেকেছিল মোরে

অপরিচিতার কণ্ঠ স্নিগ্ধ নাম ধ’রে–

সচকিতে

দেখে তবু পাই নি দেখিতে।

অকস্মাৎ একদিন কাহার পরশ

রহস্যের তীব্রতায় দেহে মনে জাগাল হরষ;

তাহারে শুধায়েছিনু অভিভূত মুহূর্তেই,

“তুমিই কি সেই,

আঁধারের কোন্‌ ঘাট হতে

এসেছ আলোতে!”

উত্তরে সে হেনেছিল চকিত বিদ্যুৎ;

ইঙ্গিতে জানায়েছিল, “আমি তারি দূত,

সে রয়েছে সব প্রত্যক্ষের পিছে,

নিত্যকাল সে শুধু আসিছে।

নক্ষত্রলিপির পত্রে তোমার নামের কাছে

যার নাম লেখা রহিয়াছে

অনাদি অজ্ঞাত যুগে সে চড়েছে তার চতুর্দোলা,

ফিরিছে সে চির-পথভোলা

জ্যোতিষ্কের আলোছায়ে,

গলায় মোতির মালা, সোনার চরণচক্র পায়ে।”

শান্তিনিকেতন, ২৫। ১০। ৩৮

download

My grandmother always read the rhymes fast –

Of them I remember a few lines – “The bride comes riding a litter

By the shadowed path under the trees,

Pearls at throat, golden bells encircling her feet.”

In my boyish heart

Of the sacred feminine that first whispered alert

In half awakened imagination it raised waves of rhythm,

In that twilit hour that beguiles the mind with light and shade,

Blurring the edges between truth and tales

She comes to me, a being formed of shadows.

The path that the litter of rhymes had taken

Marks its way through my heart

Along the rise and fall of my pulse unseen.

From its very furthest ends

An unheard flute plays a song filled with hope uncertain

Touching the furthest reaches of thought.

That day in my dreams, the feet that bore her

Made the blood in my breast stir,

I feel them come close without getting near,

Their journey continues, never ending, never here.

Those days passed. The tales of a bride

Singing in the murmur of the young red leaves of the Ashoke tree

Ringing in the sleepless nights of rain dense Shravan;

In a melancholic mid afternoon tune

In the tired footsteps of a traveller abroad.

In the tinkle of anklets that enchanting presence

Has raised my hopes in the land of sleep

In the tinkle encircling her feet.

I woke, no longer asleep,

In the blood red tinge of the skies in the east

She appears for a moment fleet

The painted trace of her steps unseen.

In my ear she whispered

An unknown voice, a name so sweet –

Suddenly

I turn to see and yet there is no one there.

Whose touch, suddenly one day

Raises a thrill, joy amid the deepening of mystery;

I had to ask entranced though I felt,

Are you she:

From which darkness do you

Emerge into glorious light!”

In answer she flashed, quick lightning in her eyes;

Wordless her reply, “I am but a messenger,

From the one who exists beyond the present,

She is forever searching for thee.

In the movement of the stars her name

Is entwined with yours

In a time long lost in shadows she began her journey,

Wandering since, she has forgotten her way

Her path lit by the ebb and flow of celestial light,

Pearls at throat, golden bells encircling her feet.”

Santiniketan, 25/10/38