Tag Archive | Prem porjay

সেই ভালো সেই ভালো/ Shei Bhalo Shei Bhalo/ Let it then be thus, pretend then not to know me

সেই ভালো সেই ভালো, আমারে নাহয় না জানো।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ॥
মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর–
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা মর্মে আমার আছে সে বারতা–
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো ॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Abanindranath Tagore-

Let it then be thus, pretend then not to know me
Go far away and cause me pain, why stay close and cause of my blushes of shame
My spring is filled with song,                 the shade of bamboo groves grow ever sweeter
Why not let these bowers of love stay perfumed like this forever
Secretly I have watched your anxious eyes as feelings play across them
Your careless attire, your undone hair, as you yield to the storm
The words that we are yet to speak,                lie in wait within my soul
My flute I play with the passion, I cannot bring myself to utter aloud

Raga: Khamaj
Beat: Dadra
Written: Chaitra, 1332, CE 1926
At Santiniketan
Score: Dinendranath Tagore

Follow the link to hear Sagar Sen sing: http://youtu.be/RwvL1x1zfnc

আমার জ্বলে নি আলো অন্ধকারে/Amar Jwoleni Alo Andhokarey/My lights did not burn in the midst of darkness

yellow landscapeআমার জ্বলে নি আলো অন্ধকারে
দাও না সাড়া কি তাই বারে বারে॥
তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে–
যে জানে না পথ কাঁদাও তারে॥
চেয়ে রই রাতের আকাশ-পানে,
মন যে কী চায় তা মনই জানে।
আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,
ব্যথার টানে তোমায় আনবে দ্বারে॥

রাগ: বেহাগ-খাম্বাজ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

My lights did not burn in the midst of darkness
Is that why you never answer my calls?
Your flute sings in my heart, in intense pain and deepest joy –
You make them weep that do not know which way to turn.
I keep gazing at the dark night skies,
Only the heart knows what it desires.
Why does this hope rise needless in my heart?
Perhaps this pain of mine will draw you to my door.

Raga: Bihag-Khambaj
Beat: Shashthi
Written in 1925

Follow the links to hear:
Suchitra Mitra: http://youtu.be/Nlq-J9ZpNC8
Debabrata Biswas: http://youtu.be/JTunrQ_WhcY
Sharmila Roypommot: http://youtu.be/ZdRFIseRrFM