Tag Archive | Prokriti

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু/ Hridoye Mondrilo Damaru Guru Guru/Within my heart nature sounds her drums with a deep rumble

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,

ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,

হল রোমাঞ্চিত বন বনান্তর–

দুলিল চঞ্চল বক্ষোহিন্দোলে   মিলনস্বপ্নে সে কোন্‌ অতিথি রে।

সঘনবর্ষণশব্দমুখরিত   বজ্রসচকিত ত্রস্ত শর্বরী,

মালতীবল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে–

কানন শঙ্কিত ঝিল্লিঝঙ্কৃত॥

রাগ: মল্লার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

Within my heart nature sounds her drums  with a deep rumble


Within my heart nature sounds her drums with a deep rumble,

As dense clouds seem to frown in anger,

The forests and groves tremble in waiting –

And nature thrills in anticipation of the unknown visitor it is about to meet.

As the sounds of rain fill the air, thunder brings fear to the night,

The vines shiver, their leaves joining in the dance –

The garden resonates with the joyous song of crickets.

Raga: Mallar

Beat: Teora

Written in 1933

Follow the links:

A chorus directed by Jyotirindranath Maitra, our Batukda: http://www.youtube.com/watch?v=vNTQCguq6w4

Pulak Dutta and Sudeshna Sengupta: http://www.youtube.com/watch?v=4jjHoqN1Z3A

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো/ What Intoxicating Winds Sway My Thoughts

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

রাগ: গৌড়মল্লার
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

What intoxicating winds sway my thoughts

What intoxicating winds sway my thoughts,
My mind dances with joy without reason.
My soul exults in the nectar that descends
From rain swollen young clouds.
What restless winds sway my thoughts?
I do not see them, I fear,
Only within my mind, I hear
Tinkling at their unseen feet
Anklets singing ever so sweet.
What wandering winds sway my thoughts?
Secret dreams cloud the clear blue skies so far above
As your elusive veil hides thee.
The rains and the wind carry that veil with them
Drawing shadows of dark hair across the blue expanse.
My mind grows eager at the thought
Of the far away perfume of rain washed blossom.
What maddening winds sway my thoughts?

Based on Raga GourMallar
Written on the 29th of August, 1929

Follow the links to hear Dwijen Mukhopadhyay sing
http://tinyurl.com/75rfzn7