Archive | April 2021

ঝড়ের দিনে/Jhawrer Diney/ The Day that the Storm Broke

ঝড়ের দিনে

আজি এই আকুল আশ্বিনে

মেঘে-ঢাকা দুরন্ত দুর্দিনে

হেমন্ত-ধানের খেতে     বাতাস উঠেছে মেতে,

কেমনে চলিবে পথ চিনে?

আজি এই দুরন্ত দুর্দিনে!

দেখিছ না ওগো সাহসিকা,

ঝিকিমিকি বিদ্যুতের শিখা!

মনে ভেবে দেখো তবে     এ ঝড়ে কি বাঁধা রবে

কবরীর শেফালিমালিকা।

ভেবে দেখো ওগো সাহসিকা!

আজিকার এমন ঝঞ্ঝায়

নূপুর বাঁধে কি কেহ পায়?

যদি আজি বৃষ্টির জল      ধুয়ে দেয় নীলাঞ্চল

গ্রামপথে যাবে কি লজ্জায়

আজিকার এমন ঝঞ্ঝায়?

হে উতলা শোনো কথা শোনো,

দুয়ার কি খোলা আছে কোনো?

এ বাঁকা পথের শেষে       মাঠ যেথা মেঘে মেশে

বসে কেহ আছে কি এখনো?

এ দুর্যোগে, শোনো ওগো শোনো!

আজ যদি দীপ জ্বালে দ্বারে

নিবে কি যাবে না বারে বারে?

আজ যদি বাজে বাঁশি       গান কি যাবে না ভাসি

আশ্বিনের অসীম আঁধারে

ঝড়ের ঝাপটে বারে বারে?

মেঘ যদি ডাকে গুরু গুরু

নৃত্যমাঝে কেঁপে ওঠে ঊরু,

কাহারে করিবে রোষ,   কার ‘পরে দিবে দোষ

বক্ষ যদি করে দুরু দুরু–

মেঘ ডেকে ওঠে গুরু গুরু।

যাবে যদি, মনে ছিল না কি,

আমারে নিলে না কেন ডাকি?

আমি তো পথেরি ধারে     বসিয়া ঘরের দ্বারে

আনমনে ছিলাম একাকী–

আমারে নিলে না কেন ডাকি?

কখন প্রহর গেছে বাজি,

কোনো কাজ নাহি ছিল আজি।

ঘরে আসে নাই কেহ,   সারাদিন শূন্য গেহ,

বিলাপ করেছে তরুরাজি।

কোনো কাজ নাহি ছিল আজি।

যত বেগে গরজিত ঝড়,

যত মেঘে ছাইত অম্বর,

রাত্রে অন্ধকারে যত        পথ অফুরান হত

আমি নাহি করিতাম ডর–

যত বেগে গরজিত ঝড়।

বিদ্যুতের চমকানি-কালে

এ বক্ষ নাচিত তালে তালে,

উত্তরী উড়িত মম         উন্মুখ পাখার সম–

মিশে যেত আকাশে পাতালে

বিদ্যুতের চমকানি-কালে।

তোমায় আমায় একত্তর

সে যাত্রা হইত ভয়ংকর।

তোমার নূপুর আজি       প্রলয়ে উঠিত বাজি,

বিজুলি হানিত আঁখি-‘পর–

যাত্রা হত মত্ত ভয়ংকর।

কেন আজি যাও একাকিনী?

কেন পায়ে বেঁধেছ কিঙ্কিণী?

এ দুর্দিনে কী কারণে        পড়িল তোমার মনে

বসন্তের বিস্মৃত কাহিনী?

কোথা যাও আজ একাকিনী?
***

The Day when the Storm broke

On this unusual day of Ashwin

On this cloudy day filled with unease

The wind has begun to play                with the fields of autumnal hay

 How will you know which path to take?

On this cloud-filled day so full of unease!

Do you not see, my brave one,

Flickers of lightning setting the sky aflame!

Just think for once                                    if this storm will take care

With the flowers that entwine your hair.

Think about it, my brave one!

During a storm such as this

Who binds anklets about their feet?

If the unruly rain today                      should spirit your veil away

How will you walk the village path, unashamed

During a storm such as threatens this day?

Listen to me, anxious though you are,

Will any doors be open for you today?

At the end of this winding road                           where field greets sky

Do you suppose someone still sits in wait?

During such a storm, listen to what I have to say.

If a lamp was lit at doorstep today

Would it not go out again and again?

If a flute did call out                                 would its song not be drowned

In the endless dark of this Ashwin night

By wind and by rain, again and again?

 If the clouds should rumble in rage

And make your feet miss their step in dance,

Who will you rage against,                               indeed, who will you blame

If your heart should fill with fear –

When the clouds rumble in rage.

And if you did have to go, why did you not remember,

To call on me for company?

Did you not know I would wait at my door,        by the path you would take

Idling my lonely hours away  –

Why did you never call on me?

 The hours have long passed,

 I had nothing much to do today.

No one thought to see how I was,                           all day in my lonely house,

As the trees wept and moaned about me.

I had not a thing to do that could not wait.

 No matter how loud the storm,

No matter how darkened the skies with cloud,

 And how endless your path                 through the eternal night

I would not have been afraid –

No matter how loud grew the storm.

As lightning flickered –

This heart of mine would have danced to the beat,

These robes of mine would have fluttered                     as a pair of eager wings –

And sky finally unite with earth,

By the flicker of lightning come alive.

Together, you and I on the same path

 That journey would be indeed fraught

Your anklets today                                 would have raised a storm all their own,

As lightning flashed from your eyes –

With passion our journey would have been fraught.

Why do you walk alone my love?

Why have you bound bells at your feet?

Why did you recall on such a storm filled night?

 Tales of a forgotten spring long gone?

Where do you go alone, my love?
***