Archives

হিমের রাতে ওই গগনের দীপগুলিরে/Himero raatey oi gawgoner deepgulirey/On a cold night those celestial lights Were hidden by a veil of autumn mist

eternal

হিমের রাতে ওই গগনের দীপগুলিরে

হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥

ঘরে ঘরে ডাক পাঠালো– “দীপালিকায় জ্বালাও আলো,

জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।’

শূন্য এখন ফুলের বাগান,   দোয়েল কোকিল গাহে না গান,

কাশ ঝরে যায় নদীর তীরে।

যাক অবসাদ বিষাদ কালো,   দীপালিকায় জ্বালাও আলো–

জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥

দেবতারা আজ আছে চেয়ে– জাগো ধরার ছেলে মেয়ে,

আলোয় জাগাও যামিনীরে।

এল আঁধার দিন ফুরালো,   দীপালিকায় জ্বালাও আলো,

জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

***

Himero raatey oi gawgoner deepgulirey

Hemontika korlo gopon anchol ghirey

Ghawrey ghawrey dak pathalo – ‘Deepalikay jwalao alo,

Jwalao alo, apon alo, shajao aloy dhoritrire.’

Shunyo ekhon phuler bagan, doyel kokil gahey na gaan,

Kash jhorey jaay nodeer teerey.

Jak aboshaad bishaad kalo, deepalikey jwalao alo –

Jwalao alo, apon alo, shunao alor joybaneere.

Debotara aaj acche cheye – jago dhorar chele meye,

Aloy jagao jamineere.

Elo andhar din phuralo, deepalikay jwalao alo,

Jwalao alo, apon alo, joy kawro ei taamosheere.

Raga: Behag
Beat: Dadra
Written: Phalgun 1333/ March 1927
Written at: Santiniketan
Score: Dinendranath Tagore

***

On a cold night that celestial light

Hidden by a veil of autumnal mist

The call went out across the land – ‘light all your lamps, hark

Light your flame, with your own fire bedeck the beloved earth in wondrous light.’

Now the gardens are bare, neither doyel nor kokil sing their sweet songs,

Plumes of grass scatter on the river’s edges.

Let go of weariness and sorrows so dark, light all your lamps, hark-

Light your flame, with your own fire sing the praise of glorious light.

The gods are watching tonight, now is the time sons and daughters of earth,

Fill the night with the warmth of life giving light.

Night descends as the day ends, light all your lamps, hark

Light your flame, with your own fire banish this dark.

Raga: Behag
Beat: Dadra
Written: Bengali era Phalgun 1333, CE March 1927
Written at: Santiniketa
Score: Dinendranath Tagore

 

 Follow the links:
Suchitra Mitra:

Debabrata Biswas:

আমার যে দিন ভেসে গেছে চোখের জলে/ Amaar Je Din Bheshey Gecche/ Those days I once spent in tears

আমার   যে দিন ভেসে গেছে চোখের জলে

          তারি   ছায়া পড়েছে শ্রাবণগগনতলে॥

সে দিন যে রাগিণী গেছে থেমে,    অতল বিরহে নেমে   গেছে থেমে,

          আজি   পুবের হাওয়ায় হাওয়ায়   হায় হায় হায় রে

                   কাঁপন ভেসে চলে॥

          নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন–

              দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।

     তার ছিঁড়ে গেছে কবে     একদিন কোন্‌ হাহারবে,

              সুর হারায়ে গেল পলে পলে॥

রাগ: কালাংড়া-ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

***

Those days I once spent in tears

          Have cast their shadows upon the skies filled with rain.

The tune that died out that day, losing its voice in unending sorrow

         Today in the breezes from the east, alas once again

                   It trembles, affecting the senses.

          That day was bound with both deepest happiness and sweetest sorrow –

              As two strings taut upon this harp of life

     Then the strings fell apart   amidst much lamenting,

              And those tunes were lost, those moments too.

Raga: Kalangra Bhairavi

Beat: Kaharba

Written: 1937

Score: Shailajaranjan Majumdar

আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি/ Amar Mollikaboney jokhon prothom dhoreche koli/When the first buds appear in my bowers of jasmine

আমার   মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি

তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥

তখনো কুহেলীজালে,

সখা,   তরুণী উষার ভালে

শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥

এখনো বনের গান,   বন্ধু হয় নি তো অবসান–

তবু   এখনি যাবে কি চলি।

ও মোর   করুণ বল্লিকা,

ও তোর   শ্রান্ত মল্লিকা

ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1337

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

***

When the first buds appear in my bowers of jasmine

I gathered the blossoms for you as soon as I could, my beloved

The mist was still wreathed lovingly

Around the form of the young sun,

As the dew drops were strung by the sun into a sparkling chain.

The forest has not sung its song to you –

Will you not be tempted to stay?

My delightful creepers so gentle

With weary jasmine upon each branch,

It is time for you to drop down upon the earth and finish the tale you have begun.

Raga: Keertan

Beat: Dadra

Written: 1931

Score: Anadikumar Ghoshdastidar

Follow the link to hear:
Kanika Bandyopadhyay:https://www.youtube.com/watch?v=4XPMeUZXfhM

From the film Bicharak, sung by Arundhati devi :https://www.youtube.com/watch?v=B-5rLF71wc4

আলোর অমল কমলখানি কে ফুটালে/Alor awmol kawmolkhani ke phutaley/Who has helped this spotless lotus bloom with its petals of pure light

আলোর অমল কমলখানি কে ফুটালে,

নীল আকাশের ঘুম ছুটালে॥

আমার মনের ভাব্‌নাগুলি   বাহির হল পাখা তুলি,

ওই কমলের পথে তাদের সেই জুটালে॥

শরতবাণীর বীণা বাজে কমলদলে।

ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।

তাই তো বাতাস বেড়ায় মেতে   কচি ধানের সবুজ ক্ষেতে,

বনের প্রাণে মর্‌মরানির ঢেউ উঠালে॥

রাগ: রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

diyas

Who has helped this spotless lotus bloom with its petals of pure light,

Who has rendered the blue skies sleepless?

My thoughts fly into that great yonder, their wings answering

The call of that wondrous lotus of light!

The season speaks, its words singing from the petals of the lotus,

That is why the shiuli sheds its blooms about its feet to the strains of Lalit

That is why the wind rises, playful among the young green heads of rice.

That is why the forest murmurs in joy, a wave running through its very heart.

Debabrata Biswas:

Raga: Ramkeli

Beat: Dadra

Bengali year: Phalgun, 1333

Written in 1927

Score: Dinendranath Tagore

আজি শ্রাবণঘনগহন মোহে/Aji Srabanghonogohon Mohey/ Today you come, your footsteps cloaked by the spell cast by the rain

আজি   শ্রাবণঘনগহন মোহে    গোপন তব চরণ ফেলে

নিশার মতো, নীরব ওহে,    সবার দিঠি এড়ায়ে এলে।

প্রভাত আজি মুদেছে আঁখি,    বাতাস বৃথা যেতেছে ডাকি,

নিলাজ নীল আকাশ ঢাকি    নিবিড় মেঘ কে দিল মেলে॥

কূজনহীন কাননভূমি,    দুয়ার দেওয়া সকল ঘরে–

একেলা কোন্‌ পথিক তুমি     পথিকহীন পথের ‘পরে।

হে একা সখা, হে প্রিয়তম,     রয়েছে খোলা এ ঘর মম,

সমুখ দিয়ে স্বপনসম    যেয়ো না মোরে হেলায় ঠেলে॥

 

 

রাগ: গৌড়মল্লার

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

Image

 

Today you come, your footsteps cloaked by the spell cast by the rain

As silent as the night drawing down, unnoticed by all

The dawn has closed its eyes, the wind calls for it in vain,

Who draws this dense veil of cloud across the shameless blue of the sky?

Even the birds in the groves are silenced today, everyone waits behind shuttered doors

While you walking alone on the empty roads today, who are you?

Lonely friend, dearest, my doors are open to you today,

Do not walk away like a dream, neglecting this eager wait of mine.

 

 

Raga: Gaud Mallar

Beat: Jhampak

Written:  AshaDh 1316, CE 1909

Written at Santiniketan

Score: Dinendranath Thakur

Follow the links to hear:

Purba Dam:

Debabrata Biswas:

 

 

ছায়া ঘনাইছে বনে বনে/Cchaya Ghonaiche Boney Boney/Shadows deepen over the trees and glades

ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।

কবে নবঘন-বরিষনে     গোপনে গোপনে এলি কেয়া ॥

     পুরবে নীরব ইশারাতে   একদা নিদ্রাহীন রাতে

          হাওয়াতে কী পথে দিলি খেয়া–

              আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥

যে মধু হৃদয়ে ছিল মাখা   কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।

     বুঝি এলি যার অভিসারে   মনে মনে দেখা হল তারে,

          আড়ালে আড়ালে দেয়া-নেয়া–

              আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥

 

রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

Shadows deepen over the trees and glades      the skies resound as the clouds call a refrain

When did you arrive oh flowers of the Keya, secret companion to the season of rain?

What silent whispers awaken you from the east on a sleepless night?

In answer you must set sail on the breezes so light –

The whims of the rains bring such delight.

The sweetness that you hold within, hidden in thorns with pain fraught.

Perhaps the one you wish to meet, you have already met in thought

An exchange that happens within the recesses of the soul unrevealed –

A gift that you have, from your own self concealed!

 

Raga: Piloo
Beat: Kaharba
Written in: 1923
Score: Dinendranath Tagore

 

 

Chinmay Chattopadhyay

 

এসো, এসো, এসো হে বৈশাখ/ Esho, esho, esho Baishakh/Come, come! We welcome you, Baishakh

এসো, এসো, এসো হে বৈশাখ।

তাপসনিশ্বাসবায়ে   মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি,   যাক ভুলে-যাওয়া গীতি,

অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা।

রসের আবেশরাশি   শুষ্ক করি দাও আসি,

আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।

মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥

 

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২০ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথঠাকুর

 

 

 

 

Come, come! We welcome you, Baishakh

With your pure breath you blow away all sickness,

Let the dust of the old year be gone.

Let go of old memories, cast away forgotten songs,

Let the mist of regret disappear into the distance.

Let all pain be erased and signs of age be banished,

Cleanse the earth with your fire.

Dry all excesses of feeling,

Bring with you the conch to herald destruction

Let this storm of illusion disappear.

 

 

Raga: Yaman Kalyan

Beat: Kaharba

Written: 4th March, 1927

Written at Santiniketan

Score: Dinendranath Tagore

 

 

Follow the link to hear:

Debabrata Biswas: http://youtu.be/EEyYgr7SJ10

 

 

 

আকাশ আমায় ভরল আলোয়/Akash Amaay Bhorlo Aaloy/The sky has fulfilled me with light

The poet wrote this in February as Spring came to Santiniketan, in its Palash and Shirish trees and in the red pebbled Khowai. Little could anyone have known that World War 1 was a few months away. This is a song that celebrates nature and her bounty in our lives.

Butea-monosperma-Lamk

আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে॥
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস–
আমার মনের রাগরাগিণী রাঙা হল রঙিন তানে॥
দখিন হাওয়ার কুসুমবনের বুকের কাঁপন থাকে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস–
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে॥
রাগ: ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

blue skies (1)

The sky has fulfilled me with light, and I must pay it with song,
I will cast my tunes to colour the winds, and the breeze will draw me into its dance.
Oh Palash, fiery Palash,
Your red petals are like flames setting the forest ablaze –
That glow reaches deep inside me and sets me afire.
The flowers in the forest will not stop trembling, for the south wind whispers its message in their hearts.
Against the blue sky golden light makes the young leaves sing like anklets with happiness.
Oh Shirish, mighty Shirish,
Behind half smiles you work your spell, surrounding the world with sweetness –
Your perfume draws my very soul into my songs.

Raga: Cchayanot
Beat: Dadra
Written: 24th February, 1915
Score: Indira Devi

Follow the links to hear:

The original Cchayanot sung by the wonderful Ustad Rashid Khan: http://youtu.be/VWxPVnuyE9g
Subinoy Roy: http://youtu.be/diXE7IX5ebo
Roma Mondal:http://youtu.be/TNxuXoel5VY
Purba Dam: http://youtu.be/J7pEYTh1FWI

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ/Mone holo jeno periye elem antobiheen poth/ I felt as if I crossed endless paths just to be with you

মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা–
লজ্জা দিয়ো না তারে॥
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে–
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

G_Tagore_Tagore

I felt as if I crossed endless paths just to be with you
From the sands of the desert, answering the invitation of green banks.
I have brought with me the sweetest flowers that grew upon the path
Scented with the dew of gentle surrender –
Do not shame it with your refusal.
The rain laden clouds cast their shadows across the forests,
The fear of losing the way deadens the air.
From afar have I seen the lamp that burns in solitude at your window –
My eyes seek it as a bird anxiously seeking home on a storm swept night.

Raga: Pilu
Beat: Dadra
Written: 7th August, 1935
Written at: Santiniketan
Score: Santidev Ghosh

**

Follow the links to hear:
Debabrata Biswas: http://youtu.be/S0ojzR_Da8A
Chinmoy Chattopadhyay: http://youtu.be/LkioOaRI0qs
Sayantani Gupta: https://www.facebook.com/photo.php?v=593459240701803&set=vb.100001131967867&type=2&theater

Four songs of rain: আজি শ্রাবণঘনগহন মোহে, আজ বরষার রূপ হেরি, আজি বরিষনমুখরিত, এসেছিলে তবু আস নাই

G_Tagore_Tagore
Painting by Gaganendranath Tagore, who was a nephew of Rabindranath Tagore

আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে–
একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে॥

রাগ: গৌড়মল্লার
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Today in rain soaked enchantment, come on secret steps

Just as the night arrives shrouded in silence, evading all eyes.

The morning sleeps on, the wind calls on it in vain,

Dense clouds veil the shameless blue of the sky.

All the birds sleep, silent the forest, the doors barred to each house –

While you walk alone on these silent unpeopled paths.

Dearest friend, for you my doors remain open,

Do not pass by like a dream pushing my hopes aside.

Raga: Gaudmalhar
Beat: Jhampak
Written in 1909
Written in Santiniketan

Follow the links to hear:
Debabrata Biswas: http://youtu.be/6PIW4YdFJKI
Rezwana Chowdhury Banya: http://youtu.be/raPAFnuPIqA

***

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে–
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা,
কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে॥
পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের পানে
দলে দলে চলে, কেন চলে নাহি জানে।
জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্ সে ভীষণ জীবন মরণ রাজে॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর

Today I see the glorious rains

Marching along in thunder, adorned in dense cloud.

Hearts awake in great courage,

They break all obstacles as they pass,

What drives cloud to clash against cloud?

And thunder to ring out from their souls.

In great groups they travel far and wide

Where do they go, whom do they seek?

They know not where under which mountain peak

They will shed their tears as rains pour down,

They know not that in the midst of the fanfare

Life and death endlessly battle, waging a great war.

Raga: Unknown
Beat: Unknown
Written on the 11th day of AshaR, 1910
Written in Bolpur

***

আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥
আজি কোন্ ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,
মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি॥
আসিছে সে ধারাজলে সুর লাগায়ে,
নীপবনে পুলক জাগায়ে।
যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে
ধুলি-‘পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি॥

রাগ: পঞ্চম
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Tonight the rains serenade the world,

As I string my memories alone in a garland of pain.

What makes me leave open the doors to my darkened room?

Perhaps I hope that he will come to keep me company on this night.

He comes in the tune of the dripping rain,

Thrilling the palm fronds with his touch.

Even if he should forget, I will still in hope

Lay out a seat for him upon the dust.

Raga: Pancham
Beat: Kaharba
Written on 6th August, 1935
Written in Santiniketan

Follow the links to hear:

Swagatalakshmi Dasgupta: http://youtu.be/xxwqwEPwKbE
A duet: http://youtu.be/hP6onCAf0KI
Kabir Suman: http://youtu.be/dGWe_9YeoRY

***

এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে॥
তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে॥
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল,
শ্যামল বনান্তভূমি করে ছলোছল্।
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে,
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে॥

রাগ: ভৈরবী
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

You came to me and yet it feels so empty, leaving me

A message in the fading shadows on the path.

I will never know whether you have ignored me

As you walk away on quick steps, marking the grass with my pain.

Drops quiver on each green leaf as the forest itself seems to weep.

As you leave slowly, in the rain soaked breeze

Your shadow lingers to play with sunshine among the trees.

Raga: Bhairavi
Beat: 2 + 2
Written in 1939

Follow the links to hear:
Debabrata Biswas: http://youtu.be/CpPNCLp2lKY
Rezwana Chowdhury Banya: http://youtu.be/iTgjSQVEOxI