Archive | January 2013

গোরা/Gora

tag baul

Rabindranath Tagore once wrote about the Bauls of his beloved Bengal, “One day I chanced to hear a song from a beggar belonging to the Baul sect of Bengal…What struck me in this simple song was a religious expression that was neither grossly concrete, full of crude details, nor metaphysical in its rarefied transcendentalism… “

Gora is one of his novels where he has written about the Bauls, wandering mendicant singers of Bengal.

গোরা

শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়িঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে, যাহারা আপিসে কালেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ-তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁওয়া উঠিয়াছে— কিন্তু তবু এত বড়ো এই-যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে।

এমন দিনে বিনা-কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কালেজের পড়াও অনেক দিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই, বিনয়ের অবস্থাটা এইরূপ। সভাসমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে— কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কী করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিতেছিল। পাশের বাড়ির ছাতের উপরে গোটা-তিনেক কাক কী লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই-দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা-নির্মাণ-ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল— সেই-সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোন্‌ অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল।

আলখাল্লা-পরা একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল—
                                    খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়,
                                    ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়

বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া এই অচিন পাখির গানটা লিখিয়া লয়, কিন্তু ভোর-রোত্রে যেমন শীত-শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইতে উদ্যম থাকে না, তেমনি একটা আলস্যের ভাবে বাউলকে ডাকা হইল না, গান লেখাও হইল না, কেবল ঐ অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুন্‌ গুন্‌ করিতে লাগিল।

এমন সময় ঠিক তাহার বাসার সামনেই একটা ঠিকাগাড়ির উপরে একটা মস্ত জুড়িগাড়ি আসিয়া পড়িল এবং ঠিকাগাড়ির একটা চাকা ভাঙিয়া দিয়া দৃকপাত না করিয়া বেগে চলিয়া গেল। ঠিকাগাড়িটা সম্পূর্ণ উলটাইয়া না পড়িয়া এক পাশে কাত হইয়া পড়িল।

বিনয় তাড়াতাড়ি রাস্তায় বাহির হইয়া দেখিল গাড়ি হইতে একটি সতেরো-আঠারো বৎসরের মেয়ে নামিয়া পড়িয়াছে, এবং ভিতর হইতে একজন বৃদ্ধগোছের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন।

বিনয় তাঁহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল, এবং তাঁহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, “আপনার লাগে নি তো?”

তিনি “না, কিছু হয় নি” বলিয়া হাসিবার চেষ্টা করিলেন, সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পড়িবার উপক্রম করিলেন। বিনয় তাঁহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েটিকে কহিল, “এই সামনেই আমার বাড়ি; ভিতরে চলুন।”

বৃদ্ধকে বিছানায় শোওয়ানো হইলে মেয়েটি চারি দিকে তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের কুঁজা আছে। তখনই সেই কুঁজার জল গেলাসে করিয়া লইয়া বৃদ্ধের মুখে ছিটা দিয়া বাতাস করিতে লাগিল এবং বিনয়কে কহিল, “একজন ডাক্তার ডাকলে হয় না?”

বাড়ির কাছেই ডাক্তার ছিল। বিনয় তাঁহাকে ডাকিয়া আনিতে বেহারা পাঠাইয়া দিল।

ঘরের এক পাশে টেবিলের উপরে একটা আয়না, তেলের শিশি ও চুল আঁচড়াইবার সরঞ্জাম ছিল। বিনয় সেই মেয়েটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে একদৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল।

বিনয় ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশুনা করিয়াছে। সংসারের সঙ্গে তাহার যাহা-কিছু পরিচয় সে-সমস্তই বইয়ের ভিতর দিয়া। নিঃসম্পর্কীয়া ভদ্রস্ত্রীলোকের সঙ্গে তাহার কোনোদিন কোনো পরিচয় হয় নাই।

আয়নার দিকে চাহিয়া দেখিল, যে মুখের ছায়া পড়িয়াছে সে কী সুন্দর মুখ! মুখের প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো তাহার চোখের অভিজ্ঞতা ছিল না। কেবল সেই উদ্‌‍বিগ্ন স্নেহে আনত তরুণ মুখের কোমলতামণ্ডিত উজ্জ্বলতা বিনয়ের চোখে সৃষ্টির সদ্যঃপ্রকাশিত একটি নূতন বিস্ময়ের মতো ঠেকিল।

একটু পরে বৃদ্ধ অল্পে অল্পে চক্ষু মেলিয়া “মা” বলিয়া দীর্ঘনিশ্বাস ফেলিলেন। মেয়েটি তখন দুই চক্ষু ছল্ছল্ করিয়া বৃদ্ধের মুখের কাছে মুখ নিচু করিয়া আর্দ্রস্বরে জিজ্ঞাসা করিল, “বাবা, তোমার কোথায় লেগেছে?”

“এ আমি কোথায় এসেছি” বলিয়া বৃদ্ধ উঠিয়া বসিবার উপক্রম করিতেই বিনয় সম্মুখে আসিয়া কহিল, “উঠবেন না— একটু বিশ্রাম করুন, ডাক্তার আসছে।”

তখন তাঁহার সব কথা মনে পড়িল ও তিনি কহিলেন, “মাথার এইখানটায় একটু বেদনা বোধ হচ্ছে, কিন্তু গুরুতর কিছুই নয়।”

সেই মুহূর্তেই ডাক্তার জুতা মচ্‌ মচ্‌ করিতে করিতে আসিয়া উপস্থিত হইলেন; তিনিও বলিলেন, “বিশেষ কিছুই নয়।” একটু গরম দুধ দিয়া অল্প ব্রাণ্ডি খাইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতেই বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠিলেন। তাঁহার মেয়ে তাঁহার মনের ভাব বুঝিয়া কহিল, “বাবা, ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তারের ভিজিট ও ওষুধের দাম বাড়ি থেকে পাঠিয়ে দেব।”

বলিয়া সে বিনয়ের মুখের দিকে চাহিল।

সে কী আশ্চর্য চক্ষু! সে চক্ষু বড়ো কি ছোটো, কালো কি কটা সে তর্ক মনেই আসে না— প্রথম নজরেই মনে হয়, এই দৃষ্টির একটা অসন্দিগ্ধ প্রভাব আছে। তাহাতে সংকোচ নাই, দ্বিধা নাই, তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ।

বিনয় বলিতে চেষ্টা করিল, “ভিজিট অতি সামান্য, সেজন্যে— সে আপনারা— সে আমি—”

মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া থাকাতে কথাটা ঠিকমত শেষ করিতেই পারিল না। কিন্তু ভিজিটের টাকাটা যে তাহাকে লইতেই হইবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না।

বৃদ্ধ কহিলেন, “দেখুন, আমার জন্যে ব্রাণ্ডির দরকার নেই—”

কন্যা তাঁহাকে বাধা দিয়া কহিল, “কেন বাবা, ডাক্তারবাবু যে বলে গেলেন।”

বৃদ্ধ কহিলেন, “ডাক্তাররা অমন বলে থাকে, ওটা ওদের একটা কুসংস্কার। আমার যেটুকু দুর্বলতা আছে একটু গরম দুধ খেলেই যাবে।”

দুধ খাইয়া বল পাইলে বৃদ্ধ বিনয়কে কহিলেন, “এবারে আমরা যাই। আপনাকে বড়ো কষ্ট দিলুম।”

মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল, “একটা গাড়ি—”

বৃদ্ধ সংকুচিত হইয়া কহিলেন, “আবার কেন ওঁকে ব্যস্ত করা? আমাদের বাসা তো কাছেই, এটুকু হেঁটেই যাব।”

মেয়েটি বলিল, “না বাবা, সে হতে পারে না।”

বৃদ্ধ ইহার উপর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়া আনিল। গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিলেন, “আপনার নামটি কী?”

বিনয়। আমার নাম বিনয়ভূষণ চট্টোপাধ্যায়।

বৃদ্ধ কহিলেন, “আমার নাম পরেশচন্দ্র ভট্টাচার্য। নিকটেই ৭৮ নম্বর বাড়িতে থাকি। কখনো অবকাশমত যদি আমাদের ওখানে যান তো বড়ো খুশি হব।”

মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে এই অনুরোধের সমর্থন করিল। বিনয় তখনই সেই গাড়িতে উঠিয়া তাঁহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল, কিন্তু সেটা ঠিক শিষ্টাচার হইবে কি না ভাবিয়া না পাইয়া দাঁড়াইয়া রহিল। গাড়ি ছাড়িবার সময় মেয়েটি বিনয়কে ছোটো একটি নমস্কার করিল। এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না, এইজন্য হতবুদ্ধি হইয়া সে প্রতিনমস্কার করিতে পারিল না। এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বার বার ধিক্কার দিতে লাগিল। ইঁহাদের সঙ্গে সাক্ষাৎ হইতে বিদায় হওয়া পর্যন্ত বিনয় নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল; মনে হইল, আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে। কোন্‌ কোন্‌ সময়ে কী করা উচিত ছিল, কী বলা উচিত ছিল, তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, যে রুমাল দিয়া মেয়েটি তাহার বাপের মুখ মুছাইয়া দিয়াছিল সেই রুমালটি বিছানার উপর পড়িয়া আছে— সেটা তাড়াতাড়ি তুলিয়া লইল। তাহার মনের মধ্যে বাউলের সুরে ঐ গানটা বাজিতে লাগিল—
                                    খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়।

GORA

The clouds had parted on that Shravan morning to allow spotless sunshine to fill the Kolkata skies. Vehicles came and went continually along the road, vendors hawked their wares ceaselessly, baskets filled with fish and vegetables had already arrived at houses where people were preparing to leave for work and school and smoke rose from the hearths – and yet even in this vast busy city of Kolkata with its heart of stone, that stream of golden light seemed to carry a delightful sense of vitality through its hundreds of avenues and streets.

On this day Binoybhushan stood on his first floor verandah watching the movement of people on the street as he had not much else to do. He had finished his college studies but had not entered the domestic cycle yet. He was concentrating on running committees and writing for the papers, but this did not quite satisfy him. His mind was quite anxious about his indecision regarding what he would do that morning. The cawing of a couple of crows on the roof terrace next door and the chirping of a pair  of sparrows as they encouraged each other in building a nest in the corner of the verandah where he stood – these unspoken entreaties were stirring a vague emotion within Binoy’s heart.

A baul wearing long robes stood in front of a nearby shop and sang –

‘How does the nameless bird come and go from the cage,

If I could catch it I would bind it with the fetters of my heart’

Binoy felt like asking the baul to come so that he could write the song down, but a kind of languor prevented him from doing so, the same feeling that makes one feel cold at dawn but  prevents us from pulling the covers up; the song remained unwritten and the tune of the nameless bird kept humming in his mind.

Just at this moment a large carriage came and collided with a hackney coach in front of his house. One of the wheels of the hackney coach broke off but the carriage sped off without stopping while the hackney tilted on its side without toppling over completely.

Binoy quickly went outside and saw that a girl of seventeen or eighteen years had alighted from the coach and was attempting to help out an elderly gentleman.

Binoy helped him out and noticing his face had grown pale asked, ‘you are not hurt I hope?’

He tried to smile saying, ‘no, not at all,’ but his smile faded and he seemed about to collapse in a faint. Binoy caught him and said to the anxious girl, ‘my house is just over there, come with me.’

When the old man had been laid on the bed the girl looked around the room and saw a water jar. She poured herself a glass and sprinkled a few drops on the man’s face as she said to Binoy, ‘should we not call a doctor?’

There was a doctor who lived close by. Binoy sent his man servant to fetch him.

There was a mirror, some hair oil and a couple of brushes on a table at one side of the room. Binoy stood behind the girl and stared at the mirror in silence.

He had studied in Kolkata while living in rented accommodation from when he was a child. Whatever he knew of society was through books. He had never known a woman who was not part of his family.

He looked at the mirror and thought, how beautiful that face seen in the reflection! His eyes lacked the experience needed to be able to look at each line of that face individually. Even so, to him that anxious, loving young face with its soft luminousness appeared like a newly unveiled wonder of creation.

After a short while the old man slowly opened his eyes and said with a sigh, ‘Ma!’ The girl’s eyes brimmed with tears as she lowered her face to his and asked gently, ‘Father, where does it hurt?’

Saying, ‘where have I come?’, the gentleman attempted to sit up; Binoy quickly moved to his side and said, ‘Do not get up – please rest a little, the doctor is coming.’

He seemed to remember what had happened and said, ‘my head hurts a little, just here, but it is nothing serious.’

The doctor arrived with much squeaking of shoes and also agreed that it was not anything major. As soon as he had left after prescribing some hot milk with a little brandy, the old man became very apologetic and restive. His daughter understood what he was thinking and said, ‘why are you so anxious Father? We will send the money for the doctor’s fee and the medicines once we go home.’

She then looked at Binoy.

How wondrous those eyes! One cannot think of whether they are large or small, dark or amber – the first thought that comes to mind is that these eyes have a trusting look. There is no hesitation, nor doubt; they are filled with a constant strength.

Binoy tried to say, ‘that is a very small sum, why….you need not…. I will….’

He could not finish what he had started to say as the girl was looking at him. But no doubt remained about the fact that he would have to take the doctor’s fee.

The elderly gentleman said, ‘Look, there is no need to get any brandy for me…’

His daughter interrupted him and said, ‘Why not Father? The doctor prescribed it.’

Her father said, ‘doctors say things like that all the time; it is a habit with them. The little weakness I have will go away once I have a little warm milk.’

After drinking the milk he felt a little stronger and said to Binoy, ‘now we will go. We have troubled you for long enough.’

The girl looked at Binoy and said, ‘a car….’

The gentleman reluctantly said, ‘why bother him again? We live so close by, let us walk….’

His daughter said, ‘no Father! That cannot be.’

Binoy went and arranged for a car when the gentleman said nothing in reply to her. Before getting in, the old man asked him, ‘what is your name?’

Binoy: ‘My name is Binoybhushan Chattopadhyay.’

The elderly gentleman said, ‘my name is Pareshchandra Bhattacharya. I live nearby at number seventy eight. If you can visit us when you have the time I will be very happy indeed.’

The girl lifted her eyes and looked at Binoy in silent agreement with her father’s request. Binoy was prepared to board their car immediately but unsure that it would be the right thing to do, he waited. When the car started, the girl gave a little nod to Binoy. He was not prepared for this at all and could not do anything to reciprocate. He returned to his house and rebuked himself repeatedly over this omission. He went over his own behaviour during the whole period he was with them from start to finish, it seemed most boorish. He kept worrying about what he should have done and said at different times. When he got home, he found the handkerchief with which the girl had wiped her father’s face lying on the bed – and picked it up quickly. The baul’s song kept playing in his mind –

Within the cage, the unknown bird comes and goes.

Follow this link to read about Rabindranath Tagore and the Baul influence in his work:

http://www.museindia.com/focuscontent.asp?issid=38&id=2724

আমি: শ্যামলী/Aami: from Shyamali/Me: from Shyamali

আমি

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ ,

চুনি উঠল রাঙা হয়ে ।

আমি চোখ মেললুম আকাশে ,

জ্বলে উঠল আলো

পুবে পশ্চিমে ।

গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’ ,

সুন্দর হল সে ।

তুমি বলবে , এ যে তত্ত্বকথা ,

এ কবির বাণী নয় ।

আমি বলব , এ সত্য ,

তাই এ কাব্য ।

এ আমার অহংকার ,

অহংকার সমস্ত মানুষের হয়ে ।

মানুষের অহংকার – পটেই

বিশ্বকর্মার বিশ্বশিল্প ।

তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে ,

না , না , না—

না – পান্না , না – চুনি , না – আলো , না – গোলাপ ,

না – আমি , না – তুমি ।

ও দিকে , অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা

মানুষের সীমানায় ,

তাকেই বলে ‘আমি’ ।

সেই আমির গহনে আলো – আঁধারের ঘটল সংগম ,

দেখা দিল রূপ , জেগে উঠল রস ।

‘ না’ কখন ফুটে উঠে হল ‘হাঁ’ মায়ার মন্ত্রে ,

রেখায় রঙে সুখে দুঃখে ।

একে বোলো না তত্ত্ব ;

আমার মন হয়েছে পুলকিত

বিশ্ব – আমির রচনার আসরে

হাতে নিয়ে তুলি , পাত্রে নিয়ে রঙ ।

পণ্ডিত বলছেন—

বুড়ো চন্দ্রটা , নিষ্ঠুর চতুর হাসি তার ,

মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে

পৃথিবীর পাঁজরের কাছে ।

একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে ;

মর্তলোকে মহাকালের নূতন খাতায়

পাতা জুড়ে নামবে একটা শূন্য ,

গিলে ফেলবে দিনরাতের জমাখরচ ;

মানুষের কীর্তি হারাবে অমরতার ভান ,

তার ইতিহাসে লেপে দেবে

অনন্ত রাত্রির কালি ।

মানুষের যাবার দিনের চোখ

বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ ,

মানুষের যাবার দিনের মন

ছানিয়ে নেবে রস !

শক্তির কম্পন চলবে আকাশে আকাশে ,

জ্বলবে না কোথাও আলো ।

বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে ,

বাজবে না সুর ।

সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে

নীলিমাহীন আকাশে

ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।

তখন বিরাট বিশ্বভুবনে

দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে

এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই -—

‘ তুমি সুন্দর’ ,

‘ আমি ভালোবাসি’ ।

বিধাতা কি আবার বসবেন সাধনা করতে

যুগযুগান্তর ধ’রে ।

প্রলয়সন্ধ্যায় জপ করবেন—

‘ কথা কও , কথা কও’ ,

বলবেন ‘বলো , তুমি সুন্দর’ ,

বলবেন ‘বলো , আমি ভালোবাসি’ ?

ME

The colours of my very consciousness make the emerald green,

And the ruby red as blood.

When I gazed upon the sky,

Light awoke across that firmament

From east to west.

I turned to the rose and said, ‘Beautiful!’

And so it was.

You may say this is all philosophy,

Hardly how poets are meant to speak.

I answer, this is truth,

That is why it is poetry.

This is my pride,

On behalf of all mankind.

The pride of man is the canvas

On which the Creator draws his strokes.

The philosopher recites with each breath,

Nay, nay, never –

Not emerald, nor ruby, nor light, nor rose,

Not me nor you.

The endless one who meditates on the edges of mankind

‘That is me.’

Within the depths of that me, darkness and light unite,

Beauty blossoms, pleasure awakens.

Illusion casting a spell to change nay into acceptance,

In every stroke, in each colour, in happiness and in pain.

Do not call this philosophy;

My mind rejoices

In the creation of the universal me

Brush in hand, palette filled with colour.

The wise have said –

That old moon, cruel and cunning its smile,

It creeps like a messenger of death

Closer each day to the ribs of this earth.

One day to pull on its seas and mountains so hard;

The records of time will show

A page filled with a new nothingness,

All accounts of day and night swallowed,

Man’s prowess will lose all pretence of immortality,

Our history wiped out

By the inky black of eternal night.

The day we leave this life

Our eyes will absorb all colour

Our minds will extract all feeling

From the world.

Energy will pulse through the sky

Yet there will be no light.

The musician’s fingers will dance in a silent court

Yet there will be no tune.

The Almighty will sit alone, his poetry silenced

In a sky bereft of blue

Counting numbers in impersonal existence.

No longer will it be heard across the universe

Further and further away in all the worlds

‘You are beautiful,

I love you.’

Will the Creator sit down once again

In meditation through the ages?

Saying on the eve of upheaval,

‘Speak, oh speak.’

Assuring, ‘You are beautiful,’

Asking, ‘Say, I love you.’

মণিহারা/Monihara/The Jewels

মণিহারা

সেই জীর্ণপ্রায় বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়াছে।

বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়িতেছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রঙ হইতে ইস্পাতের রঙে, এক আভা হইতে আর-এক আভায় মিলাইয়া আসিতেছিল।

জানালা-ভাঙা বারান্দা-ঝুলিয়া-পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অশ্বত্থমূলবিদারিত ঘাটের উপরে ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোণ ভিজিবে-ভিজিবে করিতেছে, এমন সময়ে মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিলাম, ‘মহাশয়ের কোথা হইতে আগমন।’

দেখিলাম, ভদ্রলোকটি স্বল্পাহারশীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশী চাক্‌রের যেমন একরকম বহুকাল-জীর্ণসংস্কার-বিহীন চেহারা, ইঁহারও সেইরূপ। ধুতির উপরে একখানি মলিন তৈলাক্ত আসামী মটকার বোতামখোলা চাপকান; কর্মক্ষেত্রে হইতে যেন অল্পক্ষণ হইল ফিরিতেছেন। এবং যেসময় কিঞ্চিৎ জলপান খাওয়া উচিত ছিল সে-সময় হতভাগ্য নদীতীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন।

আগন্তুক সোপানপার্শ্বে আসনগ্রহণ করিলেন। আমি কহিলাম, ‘আমি রাঁচি হইতে আসিতেছি।’

‘কী করা হয়।’

‘ব্যবসা করিয়া থাকি।’

‘কী ব্যবসা।’

‘হরীতকী, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা।’

‘কী নাম।’

ঈষৎ থামিয়া একটা নাম বলিলাম। কিন্তু সে আমার নিজের নাম নহে।

ভদ্রলোকের কৌতুহলনিবৃত্তি হইল না। পুনরায় প্রশ্ন হইল, ‘এখানে কী করিতে আগমন।’

আমি কহিলাম, ‘বায়ুপরিবর্তন।’

লোকটি কিছু আশ্চর্য হইল। কহিল, ‘মহাশয়, আজ প্রায় ছয়বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে পনেরো গ্রেন্‌ করিয়া কুইনাইন খাইতেছি কিন্তু কিছু তো ফল পাই নাই।’

আমি কহিলাম, ‘এ কথা মানিতেই হইবে, রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে।’

তিনি কহিলেন, ‘আজ্ঞা হাঁ, যথেষ্ট। এখানে কোথায় বাসা করিবেন।’

আমি ঘাটের উপরকার জীর্ণবাড়ি দেখাইয়া কহিলাম, ‘এই বাড়িতে।’

বোধকরি লোকটির মনে সন্দেহ হইল, আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পাইয়াছি। কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না, কেবল আজ পনেরো বৎসর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে-ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন।

লোকটি এখানকার ইস্কুলমাস্টার। তাঁহার ক্ষুধা ও রোগ-শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিজে একজোড়া বড়ো বড়ো চক্ষু আপন কোটরের ভিতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতেছিল। তাঁহাকে দেখিয়া ইংরাজ কবি কোল্‌রিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল।

মাঝি নমাজ পড়া সমাধা করিয়া রন্ধনকার্যে মন দিয়াছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল।

ইস্কুলমাস্টার কহিলেন–

আমি এই গ্রামে আসার প্রায় দশ বৎসর পূর্বে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করিতেন। তিনি তাঁহার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন।

কিন্তু, তাঁহাকে একালে ধরিয়াছিল। তিনি লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি জুতাসমেত সাহেবের আপিসে, ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলিতেন। তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন, সুতরাং সাহেব-সওদাগরের নিকট তাঁহার উন্নতির সম্ভাবনামাত্র ছিল না। তাঁহাকে দেখিবামাত্রই নব্যবঙ্গ বলিয়া ঠাহর হইত।

আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়াছিল। তাঁহার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কালেজে-পড়া তাহাতে সুন্দরী স্ত্রী, সুতরাং সেকালের চালচলন আর রহিল না। এমনকি, ব্যামো হইলে অ্যাসিস্ট্যান্ট-সার্জনকে ডাকা হইত। অশন বসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল।

মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে, সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে-যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ।

যদি জিজ্ঞাসা করেন, কেন এমন হইল, আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না। শিঙে শাপ দিবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলাগাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না। নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। যে-স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে তাহারা স্ত্রী-বেচারা একেবারেই বেকার, সে তাহার মাতামহীদের নিকট হইতে শতলক্ষ বৎসরের শাণ-দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ ও নাগপাশবন্ধনগুলি পাইয়াছিল তাহা সমস্ত নিস্ফল হইয়া যায়।

স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায়, স্বামী যদি ভালোমানুষ হইয়া সে অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক।

নবসভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতাদত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্যসম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালোমানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল– ব্যবসায়েও সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্যেও তাহার তেমন সুযোগ ঘটে নাই।

ফণিভূষণের স্ত্রী মণিমালিকা, বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত। এইরূপে তাহার নারীপ্রকৃতি এবং সেইসঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল। সে কেবল গ্রহণ করিত, কিছু দিত না। তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত, দানই বুঝি প্রতিদান পাইবার উপায়। একেবারে উল্‌টা বুঝিয়াছিল আর কি।

ইহার ফল হইল এই যে, স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ জোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত; যন্ত্রটিও এমন সুচারু যে, কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল জোগাইবারও দরকার হয় নাই।

ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্যস্থান এখানে কর্মানুরোধে এইখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে হইত। ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিল না, তবু পিসি মাসি অন্য পাঁচজন ছিল। কিন্তু, ফণিভূষণ পিসি মাসি ও অন্য পাঁচজনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই। সুতরাং স্ত্রীকে সে পাঁচজনের কাছ থেকে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল। কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী-অধিকারের প্রভেদ এই যে, স্ত্রীকে পাঁচজনের কাছ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সব সময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে।

স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না, পাড়াপ্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা ছিল না; ব্রত উপলক্ষ্য করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো, বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা বেশী দেওয়া কখনো তাহার দ্বারা ঘটে নাই। তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই; কেবল স্বামীর আদরগুলা ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে। আশ্চর্যের বিষয় এই যে, সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। চব্বিশবৎসর বয়সের সময়ও তাহাকে চৌদ্দবৎসরের মতো কাঁচা দেখিতে ছিল। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালাযন্ত্রণা স্থান পায় না, তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে, তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে।

ঘনপল্লবিত অতিসতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন, তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন। অর্থাৎ, তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্দুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে, যাহা বসন্তপ্রভাতের নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফপিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহনির্ঝর বহাইয়া দেয়।

কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল। কখনোই সে লোকজন বেশি রাখে নাই। যে-কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না। সে কাহারও জন্য চিন্তা করিত না, কাহাকেও ভালোবাসিত না, কেবল কাজ করিত এবং জমা করিত, এইজন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না; অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত।

অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট; যথেষ্ট কেন, ইহা দুর্লভ। অঙ্গের মধ্যে কটিদেশ বলিয়া একটা ব্যাপার আছে তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না; গৃহের আশ্রয়স্বরূপে স্ত্রী-যে একজন আছে ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা চব্বিশঘণ্টা অনুভব করার নাম ঘরকর্‌নার কোমরে ব্যথা। নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয় কিন্তু পতির পক্ষে আরামের নহে, আমার তো এইরূপ মত।

মহাশয়, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম, ঠিক কতটুকু কম পড়িল, অতি সূক্ষ্ণ নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা  কি পুরুষমানুষের কর্ম! স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কী পরিমাণ ইঙ্গিত, অণুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা– ভালোবাসাবাসির তত সুসূক্ষ্ণ বোধশক্তি বিধাতা পুরুষমানুষকে দেন নাই, দিবার প্রয়োজন হয় নাই। পুরুষমানুষের তিলপরিমাণ অনুরাগ-বিরাগের লক্ষণ হইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে। কথার মধ্য হইতে আসল ভঙ্গীটুকু এবং ভঙ্গীর মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে। কারণ, পুরুষের ভালোবাসাই মেয়েদের বল, তাহাদের জীবনব্যবসায়ের মূলধন। ইহারই হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময়ে ঠিকমতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাহাদের তরণী তরিয়া যায়। এইজন্যই বিধাতা ভালোবাসামান-যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলাইয়া দিয়াছেন, পুরুষদের দেন নাই।

কিন্তু বিধাতা যাহা দেন নাই সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন। কবিরা বিধাতার উপর টেক্কা দিয়া এই দুর্লভ যন্ত্রটি, এই দিগ্‌দর্শন যন্ত্রশলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন। বিধাতার দোষ দিই না, তিনি মেয়েপুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন, কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না, এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে; সুতরাং ঘরের মধ্য হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল। এখন শুভবিবাহের পূর্বে, পুরুষকে বিবাহ করিতেছি না মেয়েকে বিবাহ করিতেছি, তাহা কোনোমতে নিশ্চয় করিতে না পারিয়া, বরকন্যা উভয়েরই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে।

আপনি বিরক্ত হইতেছেন! একলা পড়িয়া থাকি, স্ত্রীর নিকট হইতে নির্বাসিত; দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়– এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয়, কথাপ্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম, চিন্তা করিয়া দেখিবেন।

মোটকথাটা এই যে, যদিচ রন্ধনে নুন কম হইত না এবং পানে চুন বেশি হইত না, তথাপি ফণিভূষণের হৃদয় কী-যেন-কী নামক একটু দুঃসাধ্য উৎপাত অনুভব করিত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তাহার সহধর্মিণীর শূন্যগহ্বর হৃদয় লক্ষ্য করিয়া কেবল হীরামুক্তার গহনা ঢালিত কিন্তু সেগুলা পড়িত গিয়া লোহার সিন্দুকে, হৃদয় শূন্যই থাকিত। খুড়া দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ণ করিয়া বুঝিত না, এত কাতর হইয়া চাহিত না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত। ব্যবসায়ী হইতে গেলে নব্যবাবু হইলে চলে না এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহমাত্র করিবেন না।

ঠিক এই সময়ে শৃগালগুলা নিকটবর্তী ঝোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চৈঃস্বরে চিৎকার করিয়া উঠিল। মাস্টারমহাশয়ের গল্পস্রোতে মিনিটকয়েকের জন্য বাধা পড়িল। ঠিক মনে হইল, সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শৃগালসম্প্রদায় ইস্কুলমাস্টারের ব্যাখ্যাত দাম্পত্যনীতি শুনিয়াই হউক বা নবসভ্যতাদুর্বল ফণিভূষণের আচরণেই হউক রহিয়া অট্টহাস্য করিয়া উঠিতে লাগিল। তাহাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হইলে পর, মাস্টার সন্ধ্যার অন্ধকারে তাঁহার বৃহৎ উজ্জ্বল চক্ষু পাকাইয়া গল্প বলিতে লাগিলেন–

ফণিভূষণের জটিল এবং বহুবিস্তৃত ব্যবসায়ে হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হইল। ব্যাপারটা কী তাহা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মোদ্দা কথা, সহসা কী কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল। যদি কেবলমাত্র পাঁচটা দিনের জন্যও সে কোথাও হইতে লাখদেড়েক টাকা বাহির করিতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখাইয়া যায় তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যাবসা পালভরে ছুটিয়া চলিতে পারে।

টাকাটার সুযোগ হইতেছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে এরূপ জনরব উঠিলে তাহার ব্যবসায়ের দ্বিগুণ অনিষ্ট হইবে, আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না।

গহনা বন্ধক রাখিলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চট্‌পট্‌ এবং সহজেই কাজ হইয়া যায়।

ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে ফণিভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল  না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে; যে-ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখে ফুটিয়া বাহির হইতে পারে না, যে-ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতিদূর ব্যবধান রাখিয়া দেয়।

তথাপি তেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুণ্ডি এবং বন্ধক এবং হ্যাণ্ড্‌নোটের প্রসঙ্গ তুলিতে হয়; কিন্তু সুর বাধিয়া যায়, বাক্যস্খলন হয়, এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জড়িমা ও বেদনার বেপথু আসিয়া উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না, ‘ওগো, আমার দরকার হইয়াছে, তোমার গহনাগুলো দাও।’

কথাটা বলিল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল। মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হাঁ-না কিছুই উত্তর করিল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পাইল কিন্তু আঘাত করিল না। কারণ, পুরুষোচিত বর্বরতার লেশমাত্র তাহার ছিল না। যেখানে জোর করিয়া কাড়িয়া লওয়া উচিত ছিল, সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার, সর্বনাশ হইয়া গেলেও সেখানে বলকে প্রবেশ করিতে দিবে না, এই তাহার মনের ভাব। এ সম্বন্ধে তাহাকে যদি ভর্ৎসনা করা যাইত তবে সম্ভবত সে এইরূপ সূক্ষ্ণ তর্ক করিত যে, বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে তবে তাই বলিয়া বাজার লুটিয়া লইবার অধিকার আমার নাই, স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয় তবে তাহা আমি কাড়িয়া লইতে পারি না। বাজারে যেমন ক্রেডিট ঘরে তেমনি ভালোবাসা, বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে। পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ণ সূক্ষ্ণ তর্কসূত্র কাটিবার জন্যই কি বিধাতা পুরুষমানুষকে এরূপ উদার, এরূপ প্রবল, এরূপ বৃহদাকার করিয়া নির্মাণ করিয়াছিলেন। তাহার কি বসিয়া বসিয়া অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিকে নিরতিশয় তনিমার সহিত অনুভব করিবার অবকাশ আছে না ইহা তাহাকে শোভা পায়।

যাহা হউক, আপন উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলিকাতায় চলিয়া গেল।

সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে; কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ণ হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝিত না। স্ত্রীলোকের অশিক্ষিতপটুত্ব যে-সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা তাহার বাহিরে গিয়া পড়ে। ইহারা এক রকমের! ইহারা মেয়েমানুষের মতোই রহস্যময় হইয়া উঠিতেছে। সাধারণ পুরুষমানুষের যে-কটা বড়ো বড়ো কোটা আছে, অর্থাৎ কেহবা বর্বর, কেহবা নির্বোধ, কেহবা অন্ধ, তাহার মধ্যে কোনোটাতেই ইহাদিগকে ঠিকমতো স্থাপন করা যায় না।

সুতরাৎ মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল। গ্রামসম্পর্কে অথবা দূরসম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করিত। তাহার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে, কোনো একটা উপলক্ষ্য করিয়া আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু কিছু সংগ্রহ করিত।

মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল; জিজ্ঞাসা করিল, ‘এখন পরামর্শ কী।’

সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল; অর্থাৎ গতিক ভালো নহে। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে কহিল, ‘বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না, শেষকালে তোমার এ গহনাতে টান পড়িবেই।’

মণিমালিকা মানুষকে যেরূপ জানিত তাহাতে বুঝিল, এইরূপ হওয়াই সম্ভব এবং ইহাই সংগত। তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল। সংসারে তাহার সন্তান নাই, স্বামী আছে বটে কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না, অতএব যাহা তাহার একমাত্র যত্নের ধন, যাহা তাহার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে, যাহা রূপকমাত্র নহে, যাহা প্রকৃতই সোনা, যাহা মানিক, যাহা বক্ষের, যাহা কণ্ঠের, যাহা মাথার– সেই অনেকদিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতলস্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হইবে ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল। সে কহিল, ‘কী করা যায়।’

মধুসূদন কহিল, গহনাগুলো লইয়া এইবেলা বাপের বাড়ি চলো।’ গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তাহার ভাগে আসিবে বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায় ঠাহরাইল।

মণিমালিকা এ-প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল।

আষাঢ়শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল। ঘনমেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল। মধুসূদন নৌকার মধ্য হইতে জাগিয়া উঠিয়া কহিল, ‘গহনার বাক্সটা আমার কাছে দাও।’ মণি কহিল, ‘সে পরে হইবে, এখন নৌকা খুলিয়া দাও।’

নৌকা খুলিয়া দিল, খরস্রোতে হুহু করিয়া ভাসিয়া গেল।

মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পরিয়াছে, মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্সে করিয়া গহনা লইলে সে-বাক্স হাতছাড়া হইয়া যাইতে পারে, এ আশঙ্কা তাহার ছিল। কিন্তু, গায়ে পরিয়া গেলে তাহাকে না বধ করিয়া সে-গহনা কেহ লইতে পারিবে না।

সঙ্গে কোনোপ্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না, মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে সঙ্গে দেহপ্রাণের অধিক গহনাগুলি আচ্ছন্ন ছিল তাহা সে অনুমান করিতে পারে নাই! মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না বটে, কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার বাকি ছিল না।

মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে, সে কত্রীকে পিত্রালয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের; সে অত্যন্ত বিরক্ত হইয়া হ্রস্ব-ইকারকে দীর্ঘ-ঈকার এবং দন্ত্য-সকে তালব্য-শ করিয়া মনিবকে এক পত্র লিখিল, ভালো বাংলা লিখিল না কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নহে এ কথাটা ঠিকমতোই প্রকাশ করিল।

ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল। তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে, ‘আমি গুরুতর ক্ষতিসম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করিয়া প্রাণপণ চেষ্টায় অর্থসংগ্রহে প্রবৃত্ত হইয়াছি, তবু আমাকে সন্দেহ। আমাকে আজিও চিনিল না।’

নিজের প্রতি যে নিদারুণ অন্যায়ে ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাহাতে ক্ষুব্ধ হইল মাত্র। পুরুষমানুষ বিধাতার ন্যায়দণ্ড, তাহার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করিয়া রাখিয়াছেন, নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ্‌ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে তবে ধিক্‌ তাহাকে। পুরুষমানুষ দাবাগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণমেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে, বিধাতা এইরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, কিন্তু সে আর টেঁকে না।

ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল, ‘এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হউক, আমার কর্তব্য আমি করিয়া যাইব।’ আরো শতাব্দী-পাঁচছয় পরে যখন কেবল অধ্যাত্মশক্তিতে জগৎ চলিবে তখন যাহার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবী যুগের ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সেই আদিযুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়াছে শাস্ত্রে যাহার বুদ্ধিকে প্রলয়ংকরী বলিয়া থাকে। ফণিভূষণ স্ত্রীকে এক-অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল, এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনও সে কোনো কথার উল্লেখ করিবে না। কী ভীষণ দণ্ডবিধি।

দিনদশেক পরে কোনোমতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদুত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল। সে জানিত, বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে। সেদিনকার দীনপ্রার্থীভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতীপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিৎ অনুতপ্ত হইবে, ইহাই কল্পনা করিতে করিতে ফণিভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল।

দেখিল, দ্বার রুদ্ধ। তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল, ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়িয়া আছে, তাহাতে গহনাপত্রের চিহ্নমাত্র নাই। স্বামীর বুকের মধ্যে ধক্‌ করিয়া একটা ঘা লাগিল। মনে হইল, সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্যব্যবসা সমস্তই ব্যর্থ। আমরা এই সংসারপিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করিতে বসিয়াছি, কিন্তু তাহার ভিতরে পাখি নাই, রাখিলেও সে থাকে না। তবে অহরহ হৃদয়খানির রক্তমানিক ও অশ্রুজলের মুক্তামালা দিয়া কী সাজাইতে বসিয়াছি। এই চিরজীবনের সর্বস্বজুড়ানো শূন্য সংসার-খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অতিদূরে ফেলিয়া দিল।

ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনোরূপ চেষ্টা করিতে চাহিল না। মনে করিল, যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল, ‘চুপ করিয়া থাকিলে কী হইবে, কত্রীবধূর খবর লওয়া চাই তো।’ এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল। সেখান হইতে খবর আসিল, মণি অথবা মধু এ-পর্যন্ত সেখানে পৌঁছে নাই।

তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল। নদীতীরে-তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল। মধুর তল্লাস করিতে পুলিসে খবর দেওয়া হইল– কোন্‌ নৌকা, নৌকার মাঝি কে, কোন্‌ পথে তাহারা কোথায় চলিয়া গেল, তাহার কোনো সন্ধান মিলিল না।

সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণিভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল। সেদিন জন্মাষ্টমী, সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে। উৎসব উপলক্ষ্যে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে। মুষলধারায় বৃষ্টিপাতশব্দে যাত্রার গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে। ঐযে বাতায়নের উপরে শিথিলকব্জা দরজাটা ঝুলিয়া পড়িয়াছে ঐখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল–বাদলার হাওয়া বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল, কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আট্‌#টুডিয়ো-রচিত লক্ষ্মীসরস্বতীর একজোড়া ছবি টাঙানো; আলনার উপরে একটি গামছা ও তোয়ালে, একটি চুড়িপেড়ে ও একটি ডুরে শাড়ি সদ্যব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রহিয়াছে। ঘরের কোণে টিপাইয়ের উপরে পিতলের ডিবায় মণিমালিকার স্বহস্তরচিত গুটিকতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে। কাচের আলমারির মধ্যে তাহার আবাল্যসঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যাণ্টার, শৌখিন তাস, সমুদ্রের বড়ো বড়ো কড়ি, এমন কি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো; যে অতিক্ষুদ্র গোলকবিশিষ্ট ছোটো শখের কেরোসিন-ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া স্বহস্তে জ্বালাইয়া কুলুঙ্গিটির উপর রাখিয়া দিত তাহা যথাস্থানে নির্বাপিত এবং ম্লান হইয়া দাঁড়াইয়া আছে, কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষমুহূর্তের নিরুত্তর সাক্ষী; সমস্ত শূন্য করিয়া যে চলিয়া যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড়সামগ্রীর উপর আপন সজীব হৃদয়ের এত স্নেহস্বাক্ষর রাখিয়া যায়! এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমি জ্বালাও, তোমার ঘরটি তুমি আলো করো, আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্নকুঞ্চিত শাড়িটি তুমি পরো, তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিতেছে। তোমার কাছ হইতে কেহ কিছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার অক্ষয় যৌবন তোমার অম্লান সৌন্দর্য লইয়া চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড়সামগ্রীরাশিকে একটি প্রাণের ঐক্যে সঞ্জীবিত করিয়া রাখো; এই সকল মূক প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন গৃহকে শ্মশান করিয়া তুলিয়াছে।

My boat was moored at the edge of a dilapidated jetty. The sun had already set.

The boatmen were conducting their evening prayers on the roof of the boat. It seemed as though their silent prayers were being expressed as an ever changing tableau on the burning skies in the west. The still, unmarked surface of the river reflected an indescribable spectrum of colours from pale to bold, from sunset gold to the steel grey of night, one beam merging with another.

As I was about to succumb to the insect song that heralded that sky, coupled with the brooding presence of an ancient decaying mansion, slightly moist eyed at its broken windows and collapsed balconies which were adding to the already depressing surrounds of the jetty strangled by tree roots, I suddenly started at the sound of someone saying, ‘And where might you be coming from?’

I saw that the speaker was an emaciated, unfortunate looking individual. He looked like so many of the country’s foreign workers, as though he had been in need of making over for a long time. He was dressed in a dhoti and a dirty greasy unbuttoned top made of Assamese raw silk that made him look like he had just returned from work. He seemed to have come to sample the evening breeze at the river’s edge rather than have the meal that he should have had at the time.

The newcomer sat on the steps at one side.

‘I have come from Ranchi,’ I said.

‘What do you do?’

‘I am in business.’

‘What kind of business?’

‘Myrobalan, silk cocoons and wood.’

‘What is your name?’

I paused slightly before giving him a name that was not my own.

His curiosity was still not satisfied. He asked again, ‘Why are you here?’

I said, ‘For a change of scenery.’

The fellow was slightly astonished. He said, ‘Dear Sir, I have been savouring the change of scenery here for the past six years along with fifteen grains of quinine each day but to no avail!’

I said, ‘The scenery is bound to be different from Ranchi.’

‘That is true, where are you staying here?’ he said.

I indicated the old house above the bank and said, ‘Over there.’

I think he was suspicious that I had found some hidden treasure in the old house. But instead of raising that, he described the event that took place fifteen years ago in this cursed mansion in some detail.

The man was the local school master. His prominent eyes burned unnaturally bright in the sunken depths of his famished and sickly face. His head was large and hairless. He reminded me of Coleridge’s Ancient Mariner.

The boatmen had started to cook their evening meals after their prayers. The last of the evening light had faded and the empty house stood in the darkness like a huge ghostly presence.

The school master said –

Ten years before I came to the village, Phanibhushan Saha used to live in this house. He had inherited the vast property and business interests of his childless uncle.

But he was affected by the modern times. He had been educated. He went to work with foreigners wearing shoes and spoke proper English there. He had also grown a beard which meant that he had little chance of advancing in his career in the employ of the foreign trader. He was easily recognized as a member of the New Bengal when one laid eyes on him.

In the meantime there was another influence at home. His wife was beautiful. Added to his college education, this meant a total abandonment of the old ways. When they were unwell, they even went so far as to send for the assistant surgeon. Their food, clothes and style also took the same upward path.

Sir, you are most probably married, therefore it is completely unnecessary to tell you that ordinarily women love raw mangoes, hot chilly peppers and strict husbands. The unfortunate man who is deprived of his wife’s love is not ugly or poor; the truth is he is too excessively mild.

If you ask, why would this happen, I have thought much about this. One becomes unhappy unless able to exercise their instincts and abilities. A deer looks for a sturdy tree to rub its antlers against and finds no pleasure in doing that against a banana plant. Ever since men and women have been separate genders, women have been practicing the art of taming restless men by various means. The wife whose husband is already tamed finds herself in need of occupying; she finds all the sharpened weapons of tears, anger and love she has received from generations of women completely fruitless.

Women like the love that they earn by using their feminine power to seduce a man, if a husband is too good natured to give his wife that opportunity; it indicates bad times ahead for both him and his wife.

The man that learns the new ways and ideas loses the natural freedom of barbarian instincts given to him by his Maker and makes the bonds of matrimony rather loose and relaxed. Our unfortunate Phani Bhushan had been spat out by the machinery of modernity as an extremely good natured person who could not hope to find great success in business or in marriage.

His wife Monimalika kept accumulating affection without really trying, costly saris without crying a few tears and jewellery without any pretence at being inconsolably offended. Her woman’s heart and her love had both stopped trying anymore. She now only took and never gave back anything. Her inoffensive and somewhat stupid husband used to think one must always give in order to receive something in return. He had clearly got it completely wrong.

The result was that she had started seeing her husband as a machine that was there to supply her with saris and jewellery; a machine so efficient that there had never been a need to oil its wheels and gears.

Even though Phanibhushan was born in Phoolbere, his place of work was here where he had to spend most of his time. In the house in Phoolbere, he had no mother of his own, but aunts and others. But he had not married a beautiful woman for the benefit of these women. Hence he brought his wife to live where he was, with him. But the difference between other rights and rights to a wife is that just keeping her with oneself separated from others may not mean that she will be more available.

His wife rarely spoke a lot, she did not mix with the neighbourhood women, the feeding of Brahmins on holy days or giving alms to a travelling mendicant – these were not things she had ever done. She never wasted anything, hoarding every thing except the affection she received from her husband. The strangest thing was that this extended to the preservation of her astounding beauty which remained untouched by time. Even at twenty four, she looked as fresh as she did when she had been fourteen. Those who have ice where their hearts should be, who do not give the pain and suffering of love any space within their breast, I suppose they remain fresher for longer, holding on to themselves both outside and within.

The Creator made Monimalika fruitless in one respect, like a vine with excessive leaves and growth, by making her childless. In other words he did not give her the one thing that she could have understood better than all the jewels in her iron safe, the one thing that could have melted her heart of ice with the gentle heat of a spring sunrise and allowed her household to fill with affection.

Monimalika was good at housework. She never employed too many people. If there was something that she could do herself she could not bear to pay someone else to do it. She did not think of anyone else nor did she did not love anyone, all she did was work and save. This meant that she never suffered from illness or sorrow and reigned over endless good health, imperturbable peace and ever increasing wealth.

For most husbands this is enough, why, this is hard to obtain. That we have a part known as the waist is not something easily remembered unless there is a pain in the region. To be aware continually through the day of the loving admonishments of a wife are like an ache in life that reminds us that we have someone who cares for us. Excessive devotion to a husband may be a source of pride for a wife but is rarely pleasing for the husband. At least that is what I feel.

Good sir! How much love one receives from a wife, how much has not been given, to measure this daily with a pair of scales is hardly a man’s job. Let her do her work and I will do mine; this is what the mathematics of daily life is all about. Our Maker has not given men the ability to tell what is hidden in the unspoken, how much want there is in fulfillment, the indications hiding in the obvious, the vast worlds within the atoms because there has been never been any need. When there is even a minute lessening in a man’s love, women will sit down to analyse it. They endlessly analyse to find the intention hidden in words and the real words that hide in intentions. This is because women find their strength in the love of men, that is the capital they trade in. When they learn how to turn their sails to that wind, their life finds what they seek. This is why the scales that measure love have been placed within a woman’s heart and not within men.

But lately, men have achieved what the Creator did not give them. Poets have defeated the natural order and have given this priceless device, this divining rod to everyone. One cannot blame the Creator, he did make men and women with enough differences, but civilization has removed those; today women are becoming men and men too are becoming women, leading to the departure of peace and discipline from the domestic scene. These days before marriage, both groom and bride feels worried about whether they are marrying a man or a woman.

You are feeling annoyed. I stay alone here, away from my wife, many deeply philosophical things about life come to mind – I cannot say these to my students, I am saying these to you, do think about them.

The important thing is that even though there was never a lack of seasoning in his food and enough lime to accompany his betel leaf, Phanibhushan still felt irritated by a tiny nagging doubt in his heart. His wife had no faults, there was nothing perceptibly wrong and yet he was not happy. He noticed his wife’s emptiness and tried to pour diamonds and pearls into it but those went into the iron safe, leaving the heart as empty as before. His uncle Durgamohan had not understood the finer nuances of love, or craved it thus, he had never given so much and yet he received much from his own wife. Do not doubt it for once, one must not be modern in matters of business and one must be a man in order to be husband.

At this time jackals started howling very loudly in the nearby bushes. The teacher’s tale was paused for a while. It felt just as though the humorous animals were laughing at either the teacher’s theories on matrimony or modern Phanibhushan’s weaknesses. When the expressions of their joy had settled down, the surroundings seemed even quieter and the master stared with his huge shining eyes as he started on his story.

A problem rose somewhere in the many arms of Phanibhushan’s complex business. As a non-business minded person, it is hard for me to either understand or explain what exactly happened. The main thing was that it became hard for him to have credit in the markets. If he had but a spare hundred and fifty thousand rupees for just five days, he would have managed to flash that as a guarantee and his business would have regained the wind in its sails.

The money was proving hard to find. The fear that borrowing from local money lenders would damage his credit even further made him look to unknown sources for loans. There was the small matter of having enough to give them as collateral.

If he could pawn his wife’s jewellery, there would be little need for receipts and delays and things could be done quickly and easily.

Phanibhushan went to his wife once. He could not go to her as easily as a husband goes to his wife. Unfortunately he loved his wife with the same love as a hero loves his heroine in a poem, the kind of love that demands careful footsteps and carefully worded sentences, the kind that exists like the tremendous attraction between the sun  and the earth over the vast distances that separate them.

Even so, in the poems the hero may still have to raise the topic of loans and IOUs with the heroine, but this leads to the tune faltering, the words failing and a kind of hesitation and sorrow dogs the steps. The unfortunate Phanibhushan could not clearly say, ‘Listen, a need has come up, give me your jewellery.’

He did say it, but he said it very meekly. When Monimalika hardened her face and did not deign to say yes or no, he was terribly hurt but he could not hurt her back. This was because he lacked the barbarity of the male. Where he could have taken by force, he did not even express his genuine sadness. Where love was the only right, he was of the opinion that he would not allow force to enter even if it meant ruination. If one had attempted to rebuke him over this, he would have presented a well reasoned argument about how just as he could not force the market to lend him money when he was seen to be a risk, he would not force his wife to give him her jewellery when she did not do that of her free will. Credit to him was the same as love; the only place for force was the battlefield. Did the Creator make men this generous, this powerful, this mighty so that they could dispatch arguments so well? Does it suit them to sit and observe the gentle nuances and subtleties of someone’s nature or do they have the time?

Phanibhushan went off to Kolkata to find the money he needed by some other means, thanks to his natural pride that prevented him from demanding his wife’s help.

Generally in life, a wife knows her husband far better than the husband knows his wife, but if a husband is excessively sensitive, this is not completely understood by the wife. Phanibhushan’s wife did not really understand him. Very progressive men do not fall within the scope of the ancient beliefs that form the untutored expertise of women. These men are just as mysterious as women. The usual general quotas within which one may fit ordinary men, such as boorish, stupid or even unseeing – the modern man defies classification within those.

For this reason, Monimalika called on her counsel for advice. She had a very distant cousin who was from her village who now worked for Phanibhushan. He was not the type to advance far by hard work but he managed to make a living and supplement that by virtue of his relationship.

Monimalika told him everything and asked him, ‘What do you advise now?’

He shook his head very wisely, indicating this was not a good turn of events. The wise rarely see a turn of events as good. He said, ‘The owner will never be able to come up  with the money, he will come after your jewellery eventually.’

From what Monimalika knew of people, this was not just inevitable, it was also very logical. She grew very worried indeed. She had no child, she did have a husband but she did not feel his presence within her heart. When she thought that the only thing of value to her, raised like a child over the years, not an abstract like love but real gold, meant to shine at chest, throat and hair – that much loved hoard would disappear into the bottomless pit of a failing business her very heart froze. She asked, ‘What can I do?’

Madhusudan said, ‘Let me take you and your jewellery back home, while you still  can.’ Clever Madhu had already decided on a plan which would see him get a part of that wealth, possibly even most of it.

Monimalika immediately agreed to this proposal.

One evening in the rainy season a boat came and moored at this very jetty. Monimalika boarded the boat the following dawn in dense darkness broken only by the calls of sleepless frogs, covered in a thick shawl that covered her from  head to toe. Madhusudan woke up within the boat and said, ‘Give the jewellery box.’ Moni answered, ‘Later, let us set off now.’

The boat set sail and moved fast before the wind.

Monimalika had worn all her jewellery, one precious piece at a time, all through the night, there was an inch uncovered on her body. She had a fear of taking her jewellery box and losing it to thieves. But she knew that if she wore them all, she would have to be killed before a single jewel was lost.

Madhusudan was unable to understand where the jewellery was as she had no case with her. He did not think of the possibility that she was carrying what she valued as much as herself on her own person. She could not fathom her husband Phanibhushan but she had seen into Madhusudan’s heart with ease.

Madhusudan left a note with the rent-collector saying he was taking the lady of the house home. The man had been working since Phanibhushan’s father was running the business and he was very annoyed. He wrote a letter to his employer, a letter filled with spelling errors and incorrect language but he managed to make it clear that it was not correct to show too much leniency to one’s wife.

Phanibhushan understood what had gone through Monimalika’s mind. He felt worse because he thought, ‘Inspite of every chance of losing everything I did not touch your jewels and am engaged  in finding the money, and still you suspect me! You fail to recognize me, even today!’

Instead of becoming angered at this mistreatment, he only felt deeply hurt. A man is the sceptre of divine justice within which he has concealed his lightning, if a man cannot flare up in rage at the injustice wrought upon him and others, then shame upon him! Men are meant to be inflamed easily like forest fires while women will shed tears like rain at the slightest excuse, this was the Creator’s design, but that is no longer applicable.

In his thoughts Phanibhushan said to his erring wife, ‘If this is to be your decision, let it be, I will keep doing my duty.’ The tragedy was that a man like Phanibhushan who should have come along a few centuries later when conscience would be all that would be needed to rule the world, had been born today and had married the kind of ancient woman whose wisdom was called demonic in the scriptures. He did not write a single line to her and promised himself he would never mention this to his wife ever again. What a strange punishment!

After about ten days after managing somehow to scrounge the money, a redeemed Phanibhushan came home. He knew that Monimalika would have returned after leaving the jewellery with her parents. As he approached the bedroom door he cast aside the air of supplication he had worn the previous time and thought of how Moni might be ashamed and slightly repentant to see him after his success.

He saw the door was barred. He broke the padlock and found the room empty. In a corner lay the iron chest without a trace of any jewellery. Suddenly he felt a pang. He thought life was meaningless and love and success were all false. We bleed on every spike of the cage that we build but there is no bird within, it does not stay even if we place it there. Then what have I been adorning with rubies of my blood and pearls of my tears! He kicked the empty dreams of family life far away.

He did not want to look for her. He thought to himself if she wanted she would come back. The old Brahmin rent collector came and said to him, ‘What good can come of sitting and doing nothing, we have to look for her.’ When he sent word to her parents’ village, word came back that neither Moni nor Madhu had reached there.

People were sent all over the place. People asked questions all along the river bank in search of information. The police were involved in the search for Madhu – which boat, who was their boatman, which way had they gone, no news was heard of them at all.

One day Phanibhushan entered his abandoned bedroom in the evening after all hope had been abandoned. The day was Janmashtami and it had been raining all day. There was a fair in the village to celebrate the holy day and a play had been organized in the community shed. The continual sound of heavy rain had lessened the sound of the voices singing in the play. See that window where the shutter hangs loosely? Phanibhushan was sitting there alone in the dark – he paid no heed to the splatter of rain and the songs entering the room. There was a pair of Art Studio paintings of Lakshmi and Saraswati on the wall, a couple of towels and two saris, one striped and one with thin bands on the border hanging on the rack, ready to be used. A few mouth freshening paan made by Monimalika lay dried in a brass bowl on a side table. Inside the china cabinet were the porcelain dolls she had collected from the days of her childhood, bottles of perfume, coloured glass decanters, fancy playing cards, large seashells, even empty soap boxes kept with great care; the little round kerosene lamp that she would prepare each day and light in the alcove sat there, unlit and dulled.  That little lamp was the only wordless witness to her last minutes in the room; even the one who goes away taking everything with  her leaves behind so many things to remember her by, so much of her history, so many little touches of her once living soul upon all these inanimate objects!

Come Monimalika, light your lamp, illuminate your room, stand before your mirror and wear your carefully folded sari, all your things await you. No one expects anything from you, just come back and allow your eternal youth and your undiminished beauty to give life to these many scattered lifeless objects, binding them together, for the unsaid cries of these have made this house a graveyard.

2012 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

600 people reached the top of Mt. Everest in 2012. This blog got about 10,000 views in 2012. If every person who reached the top of Mt. Everest viewed this blog, it would have taken 17 years to get that many views.

Click here to see the complete report.