Tag Archive | Rabindranath Tagore and nature

আজি কমলমুকুলদল খুলিল/Aji Komolomukulodolo khulilo/Today the lotus blossom opens to the world

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল–
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল॥
গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্‌গুন্‌ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে–
নিখিলভুবনমন ভুলিল।
মন ভুলিল রে মন ভুলিল॥

রাগ: বাহার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Aji komolomukulodolo khulilo, dulilo re dulilo —
Manoshoshoroshe roshopuloke poloke poloke dheu tulilo.
Gogono mogono holo gondhe, shomirono muurche anonde,
Gungun gunjanchhonde modhukoro ghiri ghiri bonde —
Nikhilobhubonomono bhulilo.
Mono bhulilo re monobhulilo.

Today the lotus blossom opens its petals and sways

Today the lotus blossom opens its petals and sways

The mind fills with the sensations of thrill as waves rise in joy again and again.

The skies fill with  the enchantment of perfume, the breeze swoons with happiness,

The bees fill the air with their sweet buzzing as they greet the flower –

The vast world forgets itself in this purest of delights.

As my mind surrenders to beauty and love.

Raga: Bahar

Beat: Tritaal

Written: 1910

Follow the links to  listen:

A lovely bandish style rendition by Sharat Bose Mullick

http://www.youtube.com/watch?v=145lI_1r5j8

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো/ What Intoxicating Winds Sway My Thoughts

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

রাগ: গৌড়মল্লার
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩৪৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

What intoxicating winds sway my thoughts

What intoxicating winds sway my thoughts,
My mind dances with joy without reason.
My soul exults in the nectar that descends
From rain swollen young clouds.
What restless winds sway my thoughts?
I do not see them, I fear,
Only within my mind, I hear
Tinkling at their unseen feet
Anklets singing ever so sweet.
What wandering winds sway my thoughts?
Secret dreams cloud the clear blue skies so far above
As your elusive veil hides thee.
The rains and the wind carry that veil with them
Drawing shadows of dark hair across the blue expanse.
My mind grows eager at the thought
Of the far away perfume of rain washed blossom.
What maddening winds sway my thoughts?

Based on Raga GourMallar
Written on the 29th of August, 1929

Follow the links to hear Dwijen Mukhopadhyay sing
http://tinyurl.com/75rfzn7