Tag Archive | Rain

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে/Ami Tokhon Chilem Mogon Gohon Ghumer Ghorey/When I was in the midst of the deepest sleep

আমি   তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে

যখন   বৃষ্টি নামল   তিমিরনিবিড় রাতে।

দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে   প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে

সে দিন   তিমিরনিবিড় রাতে॥

আমার   স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল,   সে যে   সঙ্গ পেল

আমার   সুদূর পারের স্বপ্নদোসর-সাথে

সে দিন   তিমিরনিবিড় রাতে॥

আমার   দেহের সীমা গেল পারায়ে– ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।

মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে   মত্তহাওয়ার ছন্দে,

মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে   সে দিন   তিমিরনিবিড় রাতে॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1344

When I was in  the midst of the deepest sleep

 

When I was in the midst of the deepest sleep,

When the rains came down on that dark dense night.

The skies resonated with the joyous delirium of clouds as a flood of rain

Descended like a blessing upon that dense wakeful night.

My dreams that live within were free, to find soul mates

Among the visions that hide far away

On that dark dense night.

All distance dissolved as my body became one

Within the murmur of agitated nature.

With the perfume that rises from the freshly bathed  jasmine

In the maddened beat of the wind,

The clouds lit up by forked snakes of lightning

On that dark dense night.

Raga: Keerton

Beat: Dadra

Written:  1937

 

Follow the link to hear the amazing voice of Sharmila Roy Pommot:

একটি দিন/One Day

                                                           একটি দিন

মনে পড়ছে সেই দুপুরবেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে।

ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম।

পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এল। আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়াল। তার পরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগল। তার পরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল।

বৃষ্টি ধরে এল, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল।

এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা।

ইতিহাসে রাজাবাদশার কথা, যুদ্ধবিগ্রহের কাহিনী, সস্তা হয়ে ছড়াছড়ি যায়। কিন্তু একটি দুপুরবেলার ছোটো একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল, দুটি লোক তার খবর জানে।

I remember that afternoon. The rain lessened every now and again, until gusts of wind encouraged it back into torrents.

The room grew dark, I could not pay attention to my work.I picked up my instrument and started playing a song about the rain, set to the Mallar raga.

She came from the next room and stood at the door. Then she went back. She returned and stood outside the door; finally, she walked in slowly and sat down. She had some needlework with her which she now concentrated on. Presently, she put down the needlework and gazed at the faint outlines of trees outside the window.

The rain stopped. My music came to an end. She went away to comb her hair.

This is all. Just one afternoon filled with rain, song, idleness and shadows.

In the pages of history, the stories of kings and the wars they fight happen so often, they become commonplace. But our memories of that one afternoon are locked away like a precious gem in the coffers of time, only two people know about that.

এমন দিনে তারে বলা যায়/Emono Diney Taare Bola Jay/I can say it to you on a day just like this

এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায় ।
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে     বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায় ॥

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারিধার ।
দুজনে মুখোমুখি,     গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর ॥

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব ।
কেবল আঁখি দিয়ে   আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব ॥

তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার ।
শ্রাবণবরিষনে       একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার ॥

ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায় ।
যে কথা এ জীবনে    রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়–
এমন ঘনঘোর বরিষায় ॥

Emono diney taare bola jay
Emono ghono ghoro borishay
Emono dine mono khola jay
Emono megho shore, badolo jhoro jhore
Topono hino ghono tomoshay

Shey kotha shunibe na keho aar
Nivrito nirjono charidhar
Dujone mukho mukhi, gobhiro dukhe dukhi
Akashe jolo jhore onibar
Jogote keho jeno nahi aar

Shomaj shongsharo miche shob
Miche e jibonero kolorob
Keboli ankhi diye, ankhiro shudha piye
Hridoyo diye hridi onubhob
Adhare mishe geche aar shob

Tahate e jogote khoti kar
Namate pari jodi mono bhaar
Srabono borishone ekoda griho kone
Du kotha boli jodi, kache tar
Tahate ashe jabe ki ba kar

Byakulo bege aji bohe bay
Bijoli theke theke chomokay
Je kotha e jibone, rohia gelo mone
She kotha aji jeno bola jay
Emono ghono ghoro borishay

I can say it to you on a day just like this

When clouds and rain encircle me, just like this/

On such a day I can step outside the confines of my heart-

With the sound of thunder and incessant pulse of rain beating on my yearning

In the dense darkness of an overcast day//

These words will not be heard by anyone else,

In that intimate sphere that surrounds us/

As we sit within each other’s space      intense pain linking us

The sky weeps rain incessantly-

It is as though there is no one else in the entire world//

We do not care what others may think

The endless din of life does not involve us

I drink sustenance from your eyes with mine

With my soul I learn thee-

All else is enveloped in the eternal night//

Will that hinder any soul in this wide world

If I can unburden your heavy heart/

Alone in this sanctuary          in this season of rain

If I should share my feelings with you

Will that affect any one else at all//

The wind rushes by relentlessly,

Lightning flashes in the darkness from time to time/

The words that have remained      unchanged throughout my life

Should I finally share those words today-

When clouds and rain encircle me just like this//

Listen to this: Rupankar Bagchi sings it  at http://www.youtube.com/watch?v=WbIz4z5zdkM